ফারাহ আকিল

পাকিস্তানী রাজনীতিবিদ

ফারাহ আকিল একজন পাকিস্তানি নারী রাজনীতিবিদ ও সিনেটের সদস্য। বর্তমানে তিনি আন্তঃ-প্রাদেশিক সমন্বয় সম্পর্কিত সিনেট কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

ফারাহ আকিল
فرح عاقل
চেয়ারপার্সন - আন্তঃপ্রাদেশিক সমন্বয় বিষয়ক সিনেট কমিটি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
মার্চ ২০০৯
রাষ্ট্রপতিমামুন হুসাইন
প্রধানমন্ত্রীনওয়াজ শরিফ
ব্যক্তিগত বিবরণ
জন্মফারাহ আকিল
জাতীয়তাপাকিস্তানি
রাজনৈতিক দলআওয়ামী ন্যাশনাল পার্টি
প্রাক্তন শিক্ষার্থীএম.এ (মনোবিজ্ঞান)
পেশারাজনীতিবিদ

রাজনৈতিক জীবন সম্পাদনা

তিনি আওয়ামী ন্যাশনাল পার্টির রাজনীতির সাথে যুক্ত এবং নারীদের জন্য সংরক্ষিত আসনে পাকিস্তানের সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি আন্তঃ-প্রাদেশিক সমন্বয় সম্পর্কিত সিনেট কমিটির চেয়ারপারসন নির্বাচিত হন। এছাড়া তিনি জাতীয় স্বাস্থ্য সেবা, প্রবিধান ও সমন্বয়, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য, সম্প্রচার ও জাতীয় ঐতিহ্য বিষয়ক সিনেট কমিটির একজন সদস্য। তিনি ২০০১-২০০২ পর্যন্ত পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Chairperson Standing Committee of Inter-Provincial Coordination"। Senate of Pakistan। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৪