ফারহানা আফজাল

একজন পাকিস্তানি রাজনীতিবিদ ও নারী সাংসদ

ফারহানা আফজাল (উর্দু: فرحانہ افضل‎‎; জন্ম: ১১ মার্চ ১৯৬৪) একজন পাকিস্তানি রাজনীতিবিদ ও নারী সাংসদ। তিনি ২০০৮-২০১৮ পর্যন্ত পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন।

ফারহানা আফজাল
পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য
কাজের মেয়াদ
২০০৮ – ২১ মে ২০১৮
সংসদীয় এলাকাসংরক্ষিত নারী আসন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1964-03-11) ১১ মার্চ ১৯৬৪ (বয়স ৬০)
সারগোধা
জাতীয়তাপাকিস্তানি
রাজনৈতিক দলপাকিস্তান মুসলিম লীগ (এন)

ফারহানা ১৯৬৪ সালের ১১ মার্চ পাকিস্তানের সারগোধায় জন্মগ্রহণ করেন।[১] তিনি ১৯৮২ সালে কিন্নার্ড কলেজ ফর উইমেন ইউনিভার্সিটি থেকে মানবিক বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন।

তিনি ২০০৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত আসনে পাকিস্তান মুসলিম লীগের (কিউ) প্রার্থী হিসাবে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৩ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত আসনে পাকিস্তান মুসলিম লীগ (এন) এর প্রার্থী হিসাবে তিনি পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য পুনর্নির্বাচিত হন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Punjab Assembly"www.pap.gov.pk। ১৩ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "PML-N secures maximum number of reserved seats in NA"www.pakistantoday.com.pk। ৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৮