ফাজিলপুর ইউনিয়ন, ফেনী সদর

ফেনী জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

ফাজিলপুর ইউনিয়ন বাংলাদেশের ফেনী জেলাধীন সদর উপজেলার অন্তর্গত ১২ নং ইউনিয়ন। ফেনী সদর উপজেলার দক্ষিণ দিকে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম জাতীয় রেলপথের উত্তর পাশে মনোরম পরিবেশে ফাজিলপুর ইউনিয়নের অবস্থান। ইতিহাস, ঐতিহ্যের দিক থেকে এই অঞ্চলের ব্যাপক সুনাম রয়েছে এবং ঐতিহ্যের সে ধারা এখনো অব্যাহত রয়েছে। এই ইউনিয়নের ভৌগোলিক অবস্থান ও ভূ-প্রকৃতি এবং পূর্বপুরুষদের বীরত্ব গাঁথা জন-মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে। মুহুরী নদীর  তীরে গড়ে উঠা ফেনী সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ফাজিলপুর ইউনিয়ন। কালের পরিক্রমায় ফাজিলপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল। ফাজিলপুর ইউনিয়ন গত ২০ মার্চ ২০২১ সালে ফেনী জেলার একমাত্র ভিক্ষুক মুক্ত ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে ।

ফাজিলপুর
ইউনিয়ন
১২নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ
ফাজিলপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ফাজিলপুর
ফাজিলপুর
ফাজিলপুর বাংলাদেশ-এ অবস্থিত
ফাজিলপুর
ফাজিলপুর
বাংলাদেশে ফাজিলপুর ইউনিয়ন, ফেনী সদরের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৭′২১″ উত্তর ৯১°২৯′২৮″ পূর্ব / ২২.৯৫৫৮৩° উত্তর ৯১.৪৯১১১° পূর্ব / 22.95583; 91.49111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাফেনী জেলা
উপজেলাফেনী সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৯০১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

ফাজিলপুর ইউনিয়নের আয়তন ১১.৭০ বর্গ কিলোমিটার প্রায়।

জনসংখ্যা সম্পাদনা

২০২২ সালের জনশুমারি অনুযায়ী ফাজিলপুর ইউনিয়নের জনসংখ্যা ৩৪৮৮৭ জন।

অবস্থান ও সীমানা সম্পাদনা

ফেনী সদর উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ফাজিলপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে ফরহাদনগর ইউনিয়ন; পশ্চিমে ছনুয়া ইউনিয়ন; উত্তর-পশ্চিমে মোটবী ইউনিয়ন; উত্তর-পূর্বে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন এবং পূর্বে মুহুরী নদী, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নঘোপাল ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

ফাজিলপুর ইউনিয়ন ফেনী সদর উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৬নং নির্বাচনী এলাকা ফেনী-২ এর অংশ।

★★ গ্রামের সংখ্যা ৩ টি :

★ ফাজিলপুর গ্রাম; ★ শিবপুর গ্রাম; ও ★ রাজনগর গ্রাম।

★★ মৌজা সংখ্যা : ৩টি; ★★ প্রধান বাজার : ৪টি।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

★ ফাজিলপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৭০% (প্রায়)

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

★ ফেনী সাউথ-ইষ্ট ডিগ্রী কলেজ, ফাজিলপুর

★ ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা

★ ফাজিলপুর উচ্চ বিদ্যালয়

★ ফাজিলপুর ডব্লিউ.বি কাদরী উচ্চ বিদ্যালয়

★ ফাজিলপুর সিদ্দিক এ আকবর মাদ্রাসা

★ ফাজিলপুর মুজিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা

★ শিবপুর আর.বি হাট আলী আহমদ উচ্চ বিদ্যালয়

★ শিবপুর বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়

★ শিবপুর বটতলী সালেহ-ফেরদৌস একাডেমী

★ শিবপুর উম্মুল মুমিনিন মহিলা দাখিল মাদরাসা

স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানসমূহ সম্পাদনা

ফাজিলপুর ইউনিয়নে স্বাস্থ্য বিষয়ক মোট তিনটি প্রতিষ্ঠান রয়েছে। ফাজিলপুর ও শিবপুর উভয় গ্রামে এই প্রতিষ্ঠানসমূহের অবস্থান ।

★ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র : ০১ টি; [ফাজিলপুর গ্রামে অবস্থিত]।

★ ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র : ০১ টি; [শিবপুর গ্রামে (বটতলী বাজারে) অবস্থিত]।

★ কমিউনিটি ক্লিনিক : ০১ টি [শিবপুর গ্রামে (ভূইয়ারহাটে) অবস্থিত]।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

ফাজিলপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এই ইউনিয়নের উপর দিয়ে ঢাকা-চট্রগ্রাম (জাতীয়) মহাসড়ক ও ঢাকা-চট্রগ্রাম (জাতীয়) রেলপথ রয়েছে। যা চট্রগ্রাম শহরের সাথে সংযুক্ত হয়েছে। ফেনী শহর থেকে খুব সহজে ফাজিলপুর ইউনিয়নের যে কোন গ্রামে যাতায়াত করা যায়।

নদ-নদী সম্পাদনা

মুহুরী নদী ফাজিলপুর ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে উত্তর-দক্ষিনে প্রবাহিত হয়ে দক্ষিনে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে।

হাট-বাজার সম্পাদনা

ঐতিহ্যবাহী ফাজিলপুর রহিম উল্যাহ সাহেবের বাজার ফাজিলপুর ইউনিয়নের প্রধান বাজার। অন্যান্য বাজার সমুহ হল :

১.বটতলী বাজার (শিবপুর)

২. ভূঁইয়ার হাট (শিবপুর)

৩. আল আমিন মার্কেট (শিবপুর)

৪. কলাতলী বাজার (ফাজিলপুর)

৫. নতুন বাজার

দর্শনীয় স্থানসমূহ সম্পাদনা

১. মুহুরী নদী

২. মুহুরী ব্রিজ

৩. ফাজিলপুর রেলওয়ে স্টেশন

স্বীয় ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ সম্পাদনা

★ মরহুম মোঃ দেলোয়ার হোসেন (ফাজিলপুর গ্রাম), সাবেক যুগ্মসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

★ এম শাহজাহান (শিবপুর গ্রাম), রিয়ার এডমিরাল, বাংলাদেশ নৌবাহিনী।

★ জনাব মোহাম্মদ সাইদুজ্জামান (ফাজিলপুর গ্রাম), অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

★ জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন (শিবপুর গ্রাম), পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ।

★ মোঃ সাইফুদ্দিন (শিবপুর গ্রাম), ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

★ মরহুম মোঃ রুহুল আমিন (ফাজিলপুর গ্রাম), (সাবেক চেয়ারম্যান)।

★ জনাব মোঃ মজিবুল হক রিপন (ফাজিলপুর গ্রাম), (বর্তমান চেয়ারম্যান)।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা