ফরিয়াল তালপুর

পাকিস্তানী রাজনীতিবিদ

ফরিয়াল তালপুর ( উর্দু: فریال تالپور‎‎ ; জন্ম ২৬ এপ্রিল, ১৯৫৮) হলেন একজন পাকিস্তানি রাজনীতিবিদ যিনি ২০০৮ থেকে ২০১৮ সালের মে পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

ফরিয়াল তালপুর
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১ জুন, ২০১৩
সংসদীয় এলাকাএনএ -২০৭ (লারকানা-৪)
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1958-04-26) ২৬ এপ্রিল ১৯৫৮ (বয়স ৬৫)
লারকানা, সিন্ধু, পাকিস্তান
রাজনৈতিক দলপাকিস্তান পিপলস্‌ পার্টি
দাম্পত্য সঙ্গীমীর মুনাওয়ার আলী
পিতামাতাহাকিম আলী জারদারি
বিলকিস সুলতানা

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ফরিয়াল তালপুর ১৯৫৮ সালের ২৮ এপ্রিল পাকিস্তানের সিন্ধুর লারকানার নওয়াবশাহে জন্মগ্রহণ করেছিলেন[১][২] তিনি পিতা হাকিম আলি জারদারি ও মাতা বিলকিস সুলতানার কন্যা[৩] তিনি পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, রাজনীতিবিদ আজরা ফজল পেচুওয়ের বোন এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর ননদ।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

ফরিয়াল তালপুরের বিয়ে হয়েছিল মির মুনাওয়ার আলি তালপুরের সাথে। তাদের একটি কন্যা ও একটি পুত্রসন্তান ছিল। তবে পুত্রটি উনিশ বছর বয়সে আত্মহত্যা করেছে। [৪]

রাজনৈতিক জীবন সম্পাদনা

১৯৯০-এর দশকে ফরিয়াল তালপুর তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন।[৩] ১৯৯৭ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো নওয়াবশাহ আসনে (এনএ -১৬০) থেকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেছিলেন। কিন্তু সে'বার পাকিস্তান মুসলিম লীগের (এন ) কাছে পরাজিত হয়েছিলেন। [৫]

২০০১ সালে তিনি স্থানীয় সরকার নির্বাচনে নওয়াবশাহ জেলার মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ সালে স্থানীয় সরকার নির্বাচনে, তিনি নওয়াবশাহের মেয়র হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Detail Information"। ২১ এপ্রিল ২০১৪। Archived from the original on ২১ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৭ 
  2. "If elections are held on time…"www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭ 
  3. "Faryal Talpur"DAWN.COM (ইংরেজি ভাষায়)। ২৩ এপ্রিল ২০১৩। ৪ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭ 
  4. https://www.suhnisindh786.com/2020/05/faryal-talpur.html
  5. "Family business"DAWN.COM (ইংরেজি ভাষায়)। ১ মে ২০১৩। ৪ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭