প্রস্মিতা মাঙ্গরাজ

প্রস্মিতা মঙ্গরাজ (জন্ম (১৯৭৭-০৭-০৪)৪ জুলাই ১৯৭৭ ) একজন ভারতীয় মহিলা ভারোত্তোলক, ৫৮ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন। তিনি ২০০৩ বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, । [১]

প্রস্মিতা মাঙ্গরাজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামপ্রস্মিতা মাঙ্গরাজ
জন্ম (1977-07-04) ৪ জুলাই ১৯৭৭ (বয়স ৪৬)
ওজন৫৬.০২ কেজি (১২৩.৫ পা)
ক্রীড়া
দেশ India
ক্রীড়াভারোত্তোলন
ওজনের শ্রেণিবিন্যাস৫৮ কেজি
দলভারতীয় জাতীয় দল
13 September 2016 তারিখে হালনাগাদকৃত

তিনি ২০০২ কমনওয়েলথ গেমসে মহিলাদের ৬৩ কেজি বিভাগে রৌপ্যপদক জয় করেন।

প্রধান ফলাফল সম্পাদনা

বছর ভেন্যু ওজন স্ন্যাচ (কেজি) ক্লিন অ্যান্ড জার্ক (কেজি) মোট পদমর্যাদা
1 2 3 পদমর্যাদা 1 2 3 পদমর্যাদা
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
২০০৩  ভ্যাঙ্কুভার, কানাডা ৫৮ কেজি ৮২.৫ 85 85 18 105 105 105 19 190 18

তথ্যসূত্র সম্পাদনা

  1. "2003 Weightlifting World Championships - Prasmita Mangaraj"। iwf.net। ২ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৬