প্রবেশদ্বার:বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ/সেরা ছবি/১

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, সামনের সারিতে ডান থেকে দ্বিতীয়। ১৯৬০ সালে ছবিটি পাইলট অফিসার ওয়ালিদ করিমের ক্যামেরায় তার অনুরোধে তার এক বন্ধুর তোলা।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, সামনের সারিতে ডান থেকে দ্বিতীয়। ১৯৬০ সালে ছবিটি পাইলট অফিসার ওয়ালিদ করিমের ক্যামেরায় তার অনুরোধে তার এক বন্ধুর তোলা।
কৃতিত্ব: ড. দাউদ করিম উইকিপিডিয়াকে এই ছবি GFDL লাইসেন্সের আওতায় উইকিপিডিয়ায় দান করেছেন।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান (২৯শে অক্টোবর, ১৯৪১—২০শে আগস্ট, ১৯৭১) একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম।