প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত উক্তি/৩

জার্মান এবং জায়নবাদী- উভয় গোষ্ঠীই চেয়েছিল, যতটা সম্ভব অধিক সংখ্যক ইহুদি যেন ফিলিস্তিনে চলে যেতে পারে। জার্মানরা চেয়েছিল তাদেরকে পশ্চিম ইউরোপ থেকে বের করে দিতে, আর জায়নবাদীরা চেয়েছিল যত দ্রুত সম্ভব ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা যাতে আরবদের ছাড়িয়ে যায়। (...) উভয় ক্ষেত্রেই উদ্দেশ্য ছিল জনসংখ্যায় জাতিগোষ্ঠীগুলোর অনুপাতে জোড়পূর্বক পরিবর্তন, যা এক ধরণের 'জাতিগত নির্মূলকরণ'।

মূল উক্তি সম্পাদনা

Both the Germans and the Zionists wanted as many Jews as possible to move to Palestine. The Germans preferred to have them out of Western Europe, and the Zionists themselves wanted the Jews in Palestine to outnumber the Arabs as quickly as possible. (...) In both cases, the purpose was a kind of 'ethnic cleansing', that is, a violent change in the ratio of ethnic groups in the population.

সূত্র সম্পাদনা