কোনো দশমিক সংখ্যার যদি কয়েকটি সংখ্যার পুনরাবৃত্তি ঘটে তাহলে তাকে পৌনঃপুনিকতা বলে।। যেমন কোন সংখ্যা কে যদি ৯ দিয়ে ভাগ করা হল। যেমন ১১÷৯= ১.২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২...... দেখা যাচ্ছে এখানে দশমিকের পরে ২ এর পুনরাবৃত্তি ঘটছে। অসীম পর্যন্ত এই পুনরাবৃত্তি চলবে। কিন্তু এই সংখ্যাকে ভগ্নাংশতে প্রকাশ করা যায় তাই এই মুলদ সংখ্যা। উপরিউক্ত সংখ্যা ১.২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২...... কে যদি ভগ্নাংশ তে প্রকাশ করতে হয় তাহলে পৌনঃপুনিক সংখ্যা একবার লিখে তার উপর ফোঁটা চিহ্ন দিতে হবে এবং দশমিক উঠিয়ে সেটির সাথে অপৌনঃপুনিক সংখ্যা বিয়োগ করতে হবে এবং সেটাকে ৯ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ (১২-১)÷৯= ১১÷৯ ।