পৈরী নদী

ভারতের নদী

পৈরী নদী হচ্ছে ভারতের মহানদী নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী। ছত্তিশগড় রাজ্যের গরিয়াবন্দ জেলার জেলার বিন্দ্রনবগড়ের কাছাকাছি অবস্থিত ভাটিগড় পাহাড় থেকে উৎপন্ন হয়ে নদীটি একই জেলার রাজিম শহরের নিকটবর্তী স্থানে মহানদী নদীতে পতিত হয়। নদীর দৈর্ঘ্য ৯০ কিলোমিটার এবং এর অববাহিকা ৩০০০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত। [১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Cultural profile of south Kōśala by Jitāmitra Prasāda Sim̄hadeba, J. Prasad Singh Deo
  2. "छत्तीसगढ़ में नदियाँ" (হিন্দি ভাষায়)। छत्तीसगढ़ कल्चर। ১৪ নভেম্বর ২০০৯ তারিখে মূল (एचटीएमएल) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০০৮