পূর্বাশ্রম (সংস্কৃত: पूर्वाश्रम, আইএএসটি: Pūrvāśrama), সন্ন্যাসীর প্রসঙ্গে ব্যবহৃত একটি শব্দ।[১][২] এটি একজন সন্ন্যাসীর সন্ন্যাস গ্রহণ করার আগের পর্যায় বা আশ্রমকে নির্দেশ করে।[২]

সন্ন্যাসীদের ব্রত (উদাহরণ - পূর্বাশ্রম পিতা) নেওয়ার আগে পারিবারিক সম্পর্ককে সম্বোধন করতেও এই শব্দটি ব্যবহৃত হয়।[২] এটি হল পূর্ণ-সন্ন্যাস (সম্পূর্ণ সন্ন্যাস) পর্বের প্রকৃতির উপর জোর দেওয়ার জন্য, যেখানে প্রাক-সন্ন্যাসীয় জীবন পারিবারিক সম্পর্কগুলি মহাজাগতিকভাবে আবদ্ধ বলে বিবেচিত হয় না।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Purvashrama, Languages of India and abroad, www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)
  2. Purvashrama, www.wikiwand.com (ইংরেজি ভাষায়)''