পূজা দেবারিয়া

ভারতীয় অভিনেত্রী

পূজা দেবরিয়া (জন্ম: ২৯ জুলাই, ১৯৯১) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র এবং মঞ্চ অভিনেত্রী, যিনি মূলত তামিল চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। সেলভারাঘবনের মায়াক্কাম এন্না (২০১১)-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন তিনি। বিরতির পর ২০১৫ সালে চলচ্চিত্রে ফিরে আসার আগে তিনি স্ট্রে ফ্যাক্টরির সাথে মঞ্চে বিভিন্ন কাজ করেছিলেন।[১] তিনি তামিলনাড়ুর চেন্নাইয়ের আদিয়ারে সেন্ট মাইকেল একাডেমিতে তার উচ্চ বিদ্যালইয়ের পাঠ সম্পন্ন করেছিলেন।

পূজা দেবারিয়া
জন্ম
পূজা বালু

(1991-07-29) ২৯ জুলাই ১৯৯১ (বয়স ৩২)
পেশামঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী
কর্মজীবন২০১১ – বর্তমান

কর্মজীবন সম্পাদনা

২০১০ সালে পূজা মঞ্চদল স্ট্রে ফ্যাক্টরিতে যোগ দেন এবং দলটির সাথে স্টেজ পারফরম্যান্স এবং অনলাইন ভিডিওতে কাজ করেছেন।[২][৩] মঞ্চ অনুষ্ঠান ডার্টি ড্যান্স নির্মাণের সময় পূজা গীতাঞ্জলী সেলভারাঘবনের নজরে আসেন। তিনি তার স্বামীকে পূজার কথা জানান এবং মায়াক্কাম এন্না (২০১১)-এ অভিনয়ের সুযোগ করে দেন।[৪]

২০১৫ সালে তিনি কার্তিক সুব্বারাজের ইরাইভি এবং মণিকন্দনের কুট্টারাম থান্ডনাই-সহ ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[৫][৬]

মডেল হিসেবে তিনি একাধিকবার অভিনেতা নরেন ওয়েইসের পাশাপাশি ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের প্রচ্ছদে ছিলেন।[৭] মায়া ফ্রম মাদুরাই-নাটকটির মাধ্যমে তিনি পরিচালনায় আত্মপ্রকাশ করেন।

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

  • সমস্ত চলচ্চিত্র তামিল ভাষায়, যদি না অন্যথায় উল্লেখ করা হয়।
বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
২০১১ মায়াক্কাম এন্না পদ্মিনী
২০১৫ মাইয়েম
২০১৬ ইরাইভি মালার জয় - বেস্ট ক্যারেক্টার আর্টিস্ট ফিমেল বিভাগে এডিসন অ্যাওয়ার্ড
মো মোহনাবধানী ওরফে মো ক্ষণিক চরিত্রাভিনয়
কুট্টারাম থান্ডনাই অনু জয় - বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রিস বিভাগে বিকাতন অ্যাওয়ার্ড
জয় - বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রিস বিভাগে নরওয়ে তামিল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড
আনন্দবন কাট্টলাই আরতি
২০১৮ অন্ধ্র মেস আরাসি
কাথেয়ন্ডু শুরুভাগিদে তানিয়া কন্নড় চলচ্চিত্র
ভালভানুক্কু ভালভান
২০১৮ ভেল্লাই পুকাল রম্যা
অযোগ্যা সাঁথিয়া

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Pooja Balu, Stray Factory"The New Indian Express। ২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫ 
  2. RAVEENA JOSEPH। "Busting the Madrasi myth"The Hindu। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫ 
  3. LAKSHMI KRUPA। "A short and sweet debut"The Hindu। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫ 
  4. Raveena, Joseph (১৬ নভেম্বর ২০১৫)। "The struggle of an actress"The HinduChennai। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৬ 
  5. D Meera Chithirappaavai। "Iraivi's first look will be released well before Diwali 2015"Behindwoods। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫ 
  6. "Illayaraja teams up with 'Kaaka Muttai' director"। Sify.com। ২০১৫-০৭-১৬। ২০১৫-১১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০১ 
  7. "Naren Weiss Twitter"। n.d.। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা