পুষ্পা ভুঞা

ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী
(পুষ্পা ভূঁইয়া থেকে পুনর্নির্দেশিত)

পুষ্পা ভূঞা (১৯৪৬ – ২০১৫) একজন ভারতীয় নৃত্যশিল্পী৷ তিনি মূলত: ভারতনাট্যম এবং সত্রীয়া নৃত্য চর্চা করতেন৷ [২] তাঁর অনবদ্য অবদানের জন্য ভারত সরকার ২০০২ সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কার-এ সম্মানিত করে।

পুষ্পা ভুঞা
জন্মআনু. ১৯৪৬
মৃত্যু৭ অক্টোবর ২০১৫ (৬৯ বছর)
পেশাধ্রুপদী নৃত্যশিল্পী
পরিচিতির কারণভারতনাট্যম এবং সত্রীয়া নৃত্য
পুরস্কারপদ্মশ্রী
এনই টিভি আজীবন সম্মাননা পুরস্কার

শৈশব সম্পাদনা

পুষ্পা ভুঞার জন্ম হয়েছিল আসাম-এর জোড়াহাট জেলায় ১৯৪৬ সালে৷ তাঁর পিতা থানুরাম নিয়মকরা বরা একজন প্রসিদ্ধ নৃত্য শিল্পী ছিলেন৷ পুষ্পা ভুঞা শৈশবে নিজের পিতার থেকেই নৃত্য শিক্ষা লাভ করেন।[৩]

কেরিয়ার সম্পাদনা

১৯৫৬ সালে পুষ্পা ভুঞা প্রসিদ্ধ গুরু রুক্মিণী দেবীর থেকে নৃত্য শিক্ষা লাভের জন্য জোড়াহাট থেকে মাদ্রাজে (বর্তমান চেন্নাই) যাত্রা করেন। [৪] তিনি পরবর্ত্তী কালে গুরু মানগুডি দোরাইরজের তত্ত্বাবধানে ভারতনাট্যমের এবং গুরু বিষ্ণু ভৈসালকারের থেকে কথক নৃত্যের প্রশিক্ষণ নেন৷ [৫][৬] পুষ্পা ভুঞা নিজেও উল্লেখযোগ্য সংখ্যক শিষ্যকে নৃত্যশিক্ষা দিয়েছিলেন৷ [৬]

পুষ্পা ভুঞা ভারত এবং বিদেশের বিভিন্ন স্থানে নৃত্য প্রদর্শন করেছিলেন৷ তিনি অস্ট্রেলিয়া এবং ফ্রান্সে নৃত্যের শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন৷[৩] তিনি দূরদর্শনের কেন্দ্রীয় অডিশন সমিতির সদস্যা ছিলেন৷ তাঁর উদ্যোগতে গুয়াহাটিে পুষ্পাঞ্জলি সাংস্কৃতিক একাডেমী প্রতিষ্ঠা হয়৷

পুরস্কার এবং সম্মান সম্পাদনা

  • জীবনজোড়া অবদান পুরস্কার – নর্থ ইস্ট টেলিভিশন [২][৬]
  • পদ্মশ্রী (২০০২) – ভারত সরকার [৭]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Pushpa Bhuyan passes away"। The Assam Tribune। ২০১৫। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৫ 
  2. "Highbeam"। Highbeam। ১০ জুলাই ২০০৬। এপ্রিল ৯, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১, ২০১৫ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২০ 
  4. Sushanta Talukdar (সেপ্টেম্বর ২০১০)। "Dance of the monks"Frontline27 (10)। 
  5. "Guru Mangudi Dorairaja Iyer"। Kala Sadhanalaya। ২০১৫। ফেব্রুয়ারি ৪, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১, ২০১৫ 
  6. "Nrityabhinay"। Nrityabhinay। ২০১৫। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১, ২০১৫ 
  7. "Padma Awards" (পিডিএফ)। Padma Awards। ২০১৫। নভেম্বর ১৫, ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১১, ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা