পুষ্পপাড়া কামিল মাদ্রাসা

পুষ্পপাড়া কামিল মাদ্রাসা রাজশাহী বিভাগের পাবনা জেলার পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া নামক স্থানে অবস্থিত একটি আলিয়া মাদ্রাসা।[১][২][৩] মাদ্রাসাটি ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো, এবং বৃহত্তর পাবনা অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো।

পুষ্পপাড়া কামিল মাদ্রাসা, পাবনা
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ১৯২৭; ৯৭ বছর আগে (1927-01-01)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ৮০০
ঠিকানা
পুষ্পপাড়া
, , ,
শিক্ষাঙ্গনগ্রাম্য
EIIN সংখ্যা১২৫৬২২
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা৮১০৬০৬২৪০১
ওয়েবসাইটhttp://125622.ebmeb.gov.bd/

ইতিহাস সম্পাদনা

পুষ্পপাড়া কামিল মাদ্রাসা ১৯২৭ সালের ১ জানুয়ারি অত্র এলাকার শিক্ষিত জনগোষ্ঠীর প্রচেষ্টায় প্রতিষ্ঠা করা হয়েছিলো। এবং পাবনা জেলার উল্লেখযোগ্য শিক্ষাবিদগণের প্রচেষ্টায় ১৯৫০ সালে পাকিস্তান সরকার কর্তৃক অনুমোদন লাভ করে।[৪] ২০২০ সালে এই মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়।[৫]

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

এই মাদ্রাসায় ইবতেদায়ী থেকে শুরু করে দাখিল, আলিম, ফাজিল এবং সর্বোচ্চ ধাপ কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে। দাখিল ও আলিম শ্রেণীতে বিজ্ঞান ও মানবিক উভয় শাখা রয়েছে। এছাড়াও ফাজিল ও কামিল শ্রেণীতে আল কুরআন, আল হাদিস ও দাওয়াহ বিভাগ চালু রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি নোটিশ" (পিডিএফ)ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ১৪ জুলাই ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১ 
  2. "পাবনার আতাইকুলায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা"wsbnews24.com। ২০২০-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক একটি বিজ্ঞপ্তি" (পিডিএফ)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১ 
  4. "Pushpa Para Kamil Madrasha - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ 
  5. "পাবনা পুষ্পপাড়া কামিল মাদ্রাসায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন"News Pabna (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-০৮। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]