পুরান ভারেঙ্গা ইউনিয়ন

পাবনা জেলার বেড়া উপজেলার একটি ইউনিয়ন
পুরান ভারেঙ্গা
ইউনিয়ন
পুরান ভারেঙ্গা রাজশাহী বিভাগ-এ অবস্থিত
পুরান ভারেঙ্গা
পুরান ভারেঙ্গা
পুরান ভারেঙ্গা বাংলাদেশ-এ অবস্থিত
পুরান ভারেঙ্গা
পুরান ভারেঙ্গা
বাংলাদেশে পুরান ভারেঙ্গা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৬′৩৯″ উত্তর ৮৯°৩৯′১১″ পূর্ব / ২৩.৯৪৪১৭° উত্তর ৮৯.৬৫৩০৬° পূর্ব / 23.94417; 89.65306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
উপজেলাবেড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
গণতান্ত্রিকপাবনা ০২ আসন(সংসদীয় ৬৯ আসন)
সরকার
 • ইউপি চেয়ারম্যানএ, এম, রফিক উল্লাহ ০১৭২৭৩৪০৬৪৪
আয়তন
 • মোট২৭.০২ বর্গকিলোমিটার বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট১৩,২৮৯ প্রায়
সাক্ষরতার হার
 • মোট৩৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৬৮৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটpuranvarengaup.pabna.gov.bd
মানচিত্র
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

পুরান ভারেংগা ইউনিয়ন বেড়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা। ২০১৩ সালের ২০ শে অক্টোবর পুরান ভারেংগা ইউনিয়ন আমিনপুর থানার অধীনে চলে যায়। [১]

অবস্থান সম্পাদনা

পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পশ্চিমে নগরবাড়ী/কাশিনাথপুর মহাসড়ক, দক্ষিণে ঢালারচর ইউনিয়ন উত্তরে নতুন ভারেঙ্গা ইউনিয়ন। অত্র পুরান ভারেঙ্গা ইউনিয়নের পূর্বদিক দিক দিয়ে যমুনা নদী প্রবাহিত। [২]

ইউনিয়ন পরিষদ সম্পাদনা

পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ পাবনা জেলার বেড়া উপজেলায় অবস্থিত। পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয় পুরান ভারেঙ্গা ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ড ও ২৭ বর্গ কিঃ মিঃ আয়তনের এই ইউনিয়ন অবস্থিত। এটি একটি পাকা একতালা দালান ঘর। এটিতে তিনটি কক্ষ, একটি ভূমি অফিস আছে। অফিস প্রধান হলেন চেয়ারম্যান। প্রতিদিন সকাল ৯ (নয়) ঘটিকা হতে বিকাল ৫ (পাঁচ) ঘটিকা পর্যন্ত অফিসের কার্যক্রম চলে। তবে শুক্রবার ও শনিবার ছুটির দিনগুলিতে সালিশি কার্যক্রম চলে। প্রতি সরকারি কর্মদিবসে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কাজকর্ম চলে। [২]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

জেলা শহর পাবনা থেকে ৫৫ কিলোমিটার এশিয়ান হাইওয়ে ধরে পাবনা নগরবাড়ী মহাসড়কের শেষ গন্তব্যে যমুনা নদীর পশ্চিম পাড়ে নগরবাড়ী ঘাটে অবস্থিত। যাতাযাতপথ

  1. পাবনা→কাশীনাথপুরহয়ে→পাঁচ কি.মি. দূরে এসইএস মডেল হাইস্কুল এর পশ্চিম প্বার্শে পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত। # ঢাকা হতে ঢাকা→ যমুনাসেতু→ বেড়া→ কাশীনাথপুর বাজার হয়ে ৫ কিলোমিটর দুরে এসইএস মডেল হাইস্কুল এর পশ্চিম প্বার্শে পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত
  2. আমিনপুর থানাহতে কাশিনাথপুর হয়ে ১২ কি.মি.

[২]

রাস্তা ঘাট সম্পাদনা

পাকা রাস্তা/কাঁচা রাস্তাঃ পাকা রাস্তা ৩ কি.মি. ও কাঁচা রাস্তা ২২ কি.মি. [২]

হাট বাজার সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

স্কুল-১০ টি, কলেজ-নাই, মাদ্রাসা-০৩টি, এতিমখানা- নাইছবি [২]

দর্শনীয় স্থান সম্পাদনা

নাই

এনজিও সম্পাদনা

ধর্ম ও ধর্মীয় উৎসব সম্পাদনা

খাদ্য সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা