পুতলাবাই ভোসলে মারাঠা সাম্রাজ্যের অধিষ্ঠাতা ছত্রপতি শিবাজীর মহারাজের তৃতীয় রানী ছিলেন। তিনি পালকার পরিবারের সদস্য ছিলেন[তথ্যসূত্র প্রয়োজন] এবং ১৬৫৩ সালে শিবাজি মহারাজের সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।[১] শিবাজী মহারাজের জীবিত স্ত্রীদের মধ্যে পুতলাবাই ছিলেন সবচেয়ে বয়স্ক। তার কোন সন্তান ছিলনা। শিবাজীর মহারাজের মৃত্যুর পর তিনি তার স্বামীর সাথে একই চিতায় সতী হয়েছিলেন।[১]

পুতলাবাইয়ের ভ্রাতা ছিলেন নেতাজি পালকর। [২][৩] পুতলাবাই ছিলেন ছত্রপতি শিবাজীর মহারাজের অনুগত সহধর্মিণী। বলা হয় শিবাজীর মহারাজ যে স্বরাজ্য সৃষ্টির ব্রত নিয়েছিলেন তাকে কার্যকরী করতে তার স্ত্রী পুতলাবাই সাহেবার অমূল্য অবদান ছিল।[২]

পরবর্তীকালে শিব রায়া(ছত্রপতি শিবাজীর মহারাজ) -এর আদেশ অনুসারে তিনি তিনি স্বরাজ্যের শাসনভার ছত্রপতি সম্ভাজী মহারাজের হাতে তুলে দেন।[২]

পুতলাবাই মহারাজকে অত্যন্ত ভালবাসতেন। মহারাজের মৃত্যুর পর তিনি গভীরভাবে শোকাহত হয়ে পড়েন ও একাকী হয়ে পড়েন।[২] কথিত আছে মহারাজের মৃত্যুর পর তিনি সতী হন। আবার ভিন্নমতে এও বলা হয় যে মহারাজার মৃত্যুর মাত্র ৮৫ দিন পরে ২৭ জুন ১৬৮০ সালে তিনি দেহ রাখেন।[২]

বিনোদনের জগতে সম্পাদনা

ছত্রপতি শিবাজীর মহারাজের জীবনীর উপর ভিত্তি করে অনেক ছায়াছবি, দূরদর্শন ধারাবাহিক ও নাটিকা প্রস্তুত হয়েছে যাতে পুতলাবাই এক গুরুত্বপূর্ণ চরিত্র। অভিনেত্রী সামাইরা গুজর জনপ্রিয় দূরদর্শন ধারাবাহিক রাজা শিবছত্রপতি -তে পুতুলবাই চরিত্রে অভিনয় করেছেন। শিবাজী মহারাজের জীবনীর উপর ভিত্তি করে রচিত আরেকটি দূরদর্শন ধারাবাহিক বীর শিবাজি -তে পুতুলবাই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী স্মিতা শেওয়ালে। অভিনেত্রী পল্লবী বৈদ্য স্বরাজ্যরক্ষক সম্ভাজি ধারাবাহিকে পুতলাবাই চরিত্রে অভিনয় করেছিলেন। স্বরাজ্য জননী জিজামাতা ধারাবাহিকে পুতলাবাই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সায়ালি সুনীল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Jaswant Lal Mehta (২০০৫-০১-০১)। Advanced study in the history of modern India 1707-1813। পৃষ্ঠা 47। আইএসবিএন 9781932705546 
  2. "राणीसाहेब पुतळाबाई भोसले – Putalabai" 
  3. "shivaji-maharaj-and-putlabai-ranisaheb/"