পুজহাক্কাল নদী

ভারতের নদী

পুজহাক্কাল নদী হল ভারতের একটি পশ্চিমবাহিনী নদী। এটি ভারতের কেরল রাজ্যের অন্তর্গত ত্রিশূর জেলায় অবস্থিত। নদীটি কিল্লান্নোওর পাহাড় থেকে উৎপন্ন হয় ত্রিসসুর কোলে জলাভূমিতে প্রতিত হয়েছে নদীটি ২৯ কিলোমিটার (১৮ মা) দীর্ঘ এবং এর নদী অববাহিকার আয়তন হল ২৩৪ বর্গ কিলোমিটার। নদীটির প্রধান উপনদী হল - পারাথোডু, নাডাথোডু ও পোওমালাথাডু।[১][২]

পুজহাক্কাল নদী
ত্রিশূর শহরের কাছে পুজহাক্কাল নদী
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানকিল্লান্নোওর পাহাড়
 • উচ্চতা৫২৫ মি (১,৭২২ ফু)
মোহনা 
 • অবস্থান
ত্রিশূর কোলে জলাভূমি
দৈর্ঘ্য২৯ কিমি (১৮ মা)

তথ্যসূত্র সম্পাদনা

  1. River Disputes in India: Kerala Rivers Under Siege by S. N. Sadasivan। Mittal Publications। সংগ্রহের তারিখ ২০১২-১০-১৮ 
  2. "Shodhganga" (পিডিএফ)। Puzhakkal। সংগ্রহের তারিখ ২০১২-১০-১৮