পাহাড়তলী ডিজেল কারখানা

(পাহাড়তলী ডিজেল শপ থেকে পুনর্নির্দেশিত)

পাহাড়তলী ডিজেল কারখানা (বা পাহাড়তলী ডিজেল শপ) বাংলাদেশের একটি লোকোমোটিভ কারখানা, যেখানে বাংলাদেশের মিটার গেজ ডিজেল লোকোমোটিভসমূহের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ করা হয়। এই কারখানাটি চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার পাহাড়তলী রেলওয়ে স্টেশনের অদূরে পাহাড়তলী ক্যারিজ অ্যান্ড ওয়াগন শপের পাশে অবস্থিত। এই কারখানায় মোট জনবলের সংখ্যা ২৮৮ জন। তবে ২০২০ সালের হিসাবে কর্মরত আছেন মাত্র ১৪৭ জন, এবং শূন্য পদ রয়েছে ১৪১টি।[১]

পাহাড়তলী ডিজেল কারখানা
ধরনসরকারি
শিল্পরেলপথ
সদরদপ্তরপাহাড়তলী থানা, ,
বাণিজ্য অঞ্চল
সমগ্র বাংলাদেশ
পরিষেবাসমূহলোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও মেরামত
কর্মীসংখ্যা
১৪৭

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "করোনার মধ্যেও আড়াই কোটি টাকা সাশ্রয় পাহাড়তলী কারখানায়"banglanews24.com। ২০২০-১০-০৬। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৭