পারাদ্বীপ-হলদিয়া-বারোউনি পাইপলাইন

পারাদ্বীপ হলদিয়া বারোউনি পাইপলাইন চারটি রাজ্যের মধ্য দিয়ে গেছে। এই পাইপলাইন পারাদ্বীপ বন্দরের সঙ্গে পারাদ্বীপ তৈল শোধনাগার,হলদিয়া তৈল শোধনাগার ও বারোউনি তৈল শোধনাগারকে যুক্ত করেছে। আমদানিকৃত খনিজ তেল এই পাইপলাইন দ্বারা তৈল শোধনাগার তিনটি জায়গাতে পাঠানো হয়। পারাদ্বীপহলদিয়ার মধ্যে ইতিমধ্যেই পাইপলাইন তৈরি হয়ে গেছে। এর দৈর্ঘ্য ৩৩০ কিমি।

পারাদ্বীপ-হলদিয়া-বারোউনি পাইপলাইন
অবস্থান
দেশভারত
অঙ্গরাজ্যপশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার
সাধারণ দিক নির্দেশদক্ষিণ থেকে উত্তর
অতিক্রম করেপশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড
পর্যন্তবারোউনি, বিহার
পাশাপাশি সঞ্চালিত৬ টি জাতীয় সড়ক,এছাড়া নদী,খাল ,রেলপথ
সাধারণ তথ্য
ধরনগ্যাস পাইপলাইন
মালিকইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেট
নির্মাণ শুরু২০১০ (পারাদ্বীপ থেকে হলদিয়া)
কারিগরী তথ্য
দৈর্ঘ্য[রূপান্তর: অকার্যকর সংখ্যা]
ব্যাসার্ধ৩০ ইঞ্চি (৭৬২ মিলিমিটার)

তথ্যসূত্র সম্পাদনা