পাটিকাবাড়ি উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)

পশ্চিমবঙ্গের উচ্চ বিদ্যালয়

পাটিকাবাড়ি উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)[১] ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি প্রাচীন বিদ্যাপীঠ । ব্রিটিশ আমল থেকেই এই শিক্ষাপ্রতিষ্ঠান টি সুনাম বহন করে আসছে । এই বিদ্যালয় টি মুর্শিদাবাদ জেলার নওদা থানার পাটিকাবাড়ি গ্রামে অবস্থিত । অত্র এলাকার মধ্যে সর্বপ্রথম এই বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়া যেত।

পাটিকাবাড়ি উচ্চ বিদ্যালয়

স্থাপনা ও ইতিহাস সম্পাদনা

এই বিদ্যালয় টি ১৯৪৪ সালে ইংরেজ শাসনামলে স্থাপিত হয় [২] বর্তমানে অরবিন্দ বিশ্বাস মহাশয় এই বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন । [৩]

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

এই শিক্ষাপ্রতিষ্ঠান টি মুর্শিদাবাদ ও নদীয়া জেলার সীমানা লাগোয়া নওদা থানার চাঁদপুর পাটিকাবাড়ি গ্রামে জলংগী নদীর তীরে অবস্থিত।

কৃতী ছাত্রছাত্রী সম্পাদনা

ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Patikabari Village , Nawda Block , Murshidabad District"www.onefivenine.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৯  line feed character in |শিরোনাম= at position 19 (সাহায্য)
  2. "Patikabari High Secondary Sch. School, Chandpur/vii, Murshidabad - West Bengal"iCBSE (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৯ 
  3. "Patikabari High Secondary Sch. school, Chandpur/vii, Nowda taluk school | FreeTutorial.In -Find your School"freetutorial.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]