পাখিদের সম্মেলন বা পাখিদের বুলি (ফার্সি: منطق الطیر, মানতিক-উত-তাইর, ছাড়াও مقامات الطیور মাকামাত-উত-তাইর নামে পরিচিত; ১১৭৭) [১] সুফি কবি ফরিদ উদ্দিন আত্তার এর একটি ফার্সি কবিতা, এই কবি সাধারণত নিশাপুরের আত্তার নামে পরিচিত। কবিতার শিরোনামটি সরাসরি কুরআন, 27:16 থেকে নেওয়া হয়েছে যেখানে সুলায়মান ( সলোমন ) এবং দাউদ ( ডেভিড ) কে পাখির ভাষা বা বুলি (মানতিক-উত-তাইর) শেখানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আত্তার এর মৃত্যুও তার জীবনের মতোই জল্পনা -কল্পনার বিষয়। তিনি সত্তর বছর বয়সে ১২২১ সালে নিশাপুর শহরে চেঙ্গিস খান এবং মঙ্গোল সেনাদের দ্বারা চালানো গণহত্যায় মারা গেছেন বলে জানা যায়। [২]

নিরব, শান্ত শিষ্ট পরিবেশ সদা পাখিদের উপযোগী।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Conference of the Birds" 
  2. "Attar and The Conference of the Birds"। ১৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১