পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৯১

১৯৯১ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনটি ১৯৯১ সালের ভারতীয় সাধারণ নির্বাচনের সাথে একযোগে অনুষ্ঠিত হয়েছিল।[১][২] ১৯৮৭ সালে নির্বাচিত বিধানসভার মেয়াদ ১৯৯২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ভারতের নির্বাচন কমিশনকে আগের তারিখে নির্বাচনের ব্যবস্থা করতে বলেছিল।[৩]

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৯১

← ১৯৮৭ ২৪ এপ্রিল ১৯৯১ ১৯৯৬ →

পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ টি সকল আসনে
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৪৮টি আসন
ভোটের হার৭৬.৮০%
  প্রথম দল দ্বিতীয় দল
 
নেতা/নেত্রী জ্যোতি বসু সিদ্ধার্থ শঙ্কর রায়
দল সিপিআই(এম) কংগ্রেস
জোট বামফ্রন্ট
নেতার আসন সাতগাছিয়া চৌরঙ্গী
আসন লাভ ১৮৯ ৪৩
আসন পরিবর্তন বৃদ্ধি বৃদ্ধি
জনপ্রিয় ভোট ১১,৪১৮,৮২২ ১০,৮৭৫,৮৩৪
শতকরা ৩৬.৮৭% ৩৫.১২%
সুইং হ্রাস২.৪৩% হ্রাস৬.৬৯%

নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী

জ্যোতি বসু
বামফ্রন্ট

নির্বাচিত মুখ্যমন্ত্রী

জ্যোতি বসু
বামফ্রন্ট

ফলাফল সম্পাদনা

নির্বাচনে বামফ্রন্ট সর্বাধিক আসনে জয়লাভ করে, যার ফলে তার টানা চতুর্থ বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়।[৪] বামফ্রন্ট এবং মিত্ররা ২৯৪টি আসনের মধ্যে ২৪৫টি আসনে জয়ী হয়।[৫][৪]

দল প্রার্থী আসন ভোট %
বামফ্রন্ট এবং মিত্র ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ২০৪ ১৮২ ১,০৯,৫৪,৩৭৯ ৩৫.৩৭
সারা ভারত ফরওয়ার্ড ব্লক ৩৪ ২৯ ১৭,০৭,৬৭৬ ৫.৫১
বিপ্লবী সমাজতান্ত্রিক দল ২৩ ১৮ ১০,৭৩,৪৪৫ ৩.৪৭
ভারতের কমিউনিস্ট পার্টি ১২ ৫,৪২,৯৬৪ ১.৭৫
পশ্চিমবঙ্গ সমাজতন্ত্রী দল ২,০৮,১৪৭ ০.৬৭
মার্কসবাদী ফরোয়ার্ড ব্লক ১,৩০,৪৫৪ ০.৪২
গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দল (প্রবোধ চন্দ্র) ৯৮,৯০৫ ০.৩৯
ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি ৯২,৫৪৪ ০.৩০
বিপ্লবী বাংলা কংগ্রেস ৫০,৪১৪ ০.১৬
জনতা দল ২,০৮,৯৫১ ০.৬৭
অখিল ভারতীয় গোর্খা লীগ ৩৫,৪৮৯ ০.১১
ভারতের কমিউনিস্ট বিপ্লবী লীগ ২২,৭১৬ ০.০৭
কংগ্রেস এবং মিত্র ভারতীয় জাতীয় কংগ্রেস ২৮৪ ৪৩ ১,০৮,৭৫,৮৩৪ ৩৫.১২
গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ১,৪৬,৫৪১ ০.৪৭
ঝাড়খণ্ড পার্টি ১,৪০,৩৯১ ০.৪৫
ভারতের সংযুক্ত কমিউনিস্ট পার্টি ৪০,৮০৬ ০.১৩
কংগ্রেস-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ৪০,৪২৬ ০.১৩
ভারতীয় জনতা পার্টি ২৯১ ৩৫,১৩,১২১ ১১.৩৪
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ২৩ ৯৫,০৩৮ ০.৩১
বহুজন সমাজ পার্টি ৯৭ ৮৮,৮৩৬ ০.২৯
জনতা পার্টি ৭৮ ৫০,০৩৭ ০.১৬
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) ১৮ ৪১,৮২৮ ০.১৪
ইন্ডিয়ান পিপলস ফ্রন্ট ২৩ ৩৯,০০৪ ০.১৩
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ২৮ ২৮,১৫৬ ০.০৯
আমরা বাঙালী ৬০ ২২,২৯৫ ০.০৭
ভারতের ওয়ার্কার্স পার্টি ১০,৬৭০ ০.০৩
হুল ঝাড়খণ্ড পার্টি ৯,২৩৯ ০.০৩
দূরদর্শী পার্টি ২৬ ৪,৯৮০ ০.০২
ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ৩,৮০৪ ০.০১
অখিল ভারতীয় হিন্দু মহাসভা ১,৫৫৩ ০.০১
অখিল ভারতীয় জন সংঘ ১,৪৮৫ ০.০০
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (ও) অ্যান্টি মার্জার গ্রুপ ১,৩০৯ ০.০০
সর্বভারতীয় দলিত মুসলিম সংখ্যালঘু সুরক্ষা মহাসঙ্ঘ ৯৮৮ ০.০০
ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (গৌরাঙ্গ আসন) ৯৮৩ ০.০০
শিবসেনা ৮৮০ ০.০০
ভারতীয় কংগ্রেস (সমাজবাদী-শরৎ চন্দ্র সিনহা) ৮৭৬ ০.০০
ভারতের বলশেভিক পার্টি ৩৩৫ ০.০০
ভারত দল ২০৩ ০.০০
লোকদল ১২১ ০.০০
বিধান দল ৯২ ০.০০
স্বতন্ত্র
ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্র প্রার্থীসহ স্বতন্ত্রগণ
৬৩১ ৬,৮৪,১৩০ ২.২১%
মোট ১,৯০৩ ২৯৪ ৩,০৯,৭০,০৪৫ ১০০
সূত্র: ভারতের নির্বাচন কমিশন[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. M. L. Ahuja (২০০০)। Handbook of General Elections and Electoral Reforms in India, 1952–1999। Mittal Publications। পৃষ্ঠা 49। আইএসবিএন 978-81-7099-766-5 
  2. The Hindu. The case against simultaneous polls
  3. Ananth V. Krishna (১ সেপ্টেম্বর ২০১১)। India Since Independence: Making Sense of Indian Politics। Pearson Education India। পৃষ্ঠা 385। আইএসবিএন 978-81-317-3465-0 
  4. Sumantra Bose (১৬ সেপ্টেম্বর ২০১৩)। Transforming India। Harvard University Press। পৃষ্ঠা 138। আইএসবিএন 978-0-674-72819-6 
  5. Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1991 TO THE LEGISLATIVE ASSEMBLY OF WEST BENGAL
  6. ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। Election results of West Bengal: statistics & analysis, 1952–1991। কমিটি। পৃষ্ঠা ৪, ৬৯।