পল ভ্যালেরি

ফ্রান্সের কবি, প্রাবন্ধিক, এবং দার্শনিক (১৮৭১-১৯৪৫)

অ্যামব্রয়েজ পল টুসান্ট জুলস ভ্যালেরি (৩০ অক্টোবর ১৮৭১ - ২০ জুলাই ১৯৪৫) একজন ফরাসি কবি, গাণিতিক এবং দার্শনিক। তাঁর কাব্যচর্চার অন্যতম প্রধান অনুপ্রেরণা হচ্ছে প্রতীকবাদী আন্দোলন। তাঁর প্রতীকী কবিতায় বৌদ্ধিক উৎকর্ষ এবং সূক্ষ্ম সাঙ্গীতিকতার এক আশ্চর্য সমন্বয় ঘটেছিল। তাঁর বিখ্যাত কবিতার বই June parque (খ্রি. ১৯১৭, বাংলা: ‘তরুণ ভবিতব্য’), এবং Charmes (খ্রি. ১৯২২, বাংলা: ‘সম্মোহন’)। “সম্মোহন” বইটায় আছে তাঁর বিশেষভাবে উল্লেখযোগ্য কবিতা সমুদ্রের পাশে সমাধিক্ষেত্র যা বিশ শতকের ফরাসি সাহিত্যের অন্যতম প্রধান কাজ ব’লে বিবেচিত হয়। তিনি জীবিতা সূত্রে কাজ করেছেন সংবাদমাধ্যমে তবে লিখেছেন অজস্র: তিনি সমালোচনা-প্রবন্ধ লিখেছেন; জর্নাল লিখেছেন। পল ভ্যালেরি তাঁর জার্নালকে সবচাইতে বড়ো কাজ মনে করেছেন। জীবনের শেষভাগে কবিতা লেখা ছেড়ে দিয়ে পুরোপুরি গণিত-অন্ত মানুষ হয়ে গিয়েছেন। বৈজ্ঞানিক মানসিকতা ও যুক্তিবাদ তার লেখক চরিত্রের অন্যতম বিশেষত্ব। [১]

পল ভ্যালেরি
১৯২০-এর দশকে হ্যানরি ম্যানুয়েলের তোলা পল ভ্যালেরির আলোকচিত্র
১৯২০-এর দশকে হ্যানরি ম্যানুয়েলের তোলা পল ভ্যালেরির আলোকচিত্র
জন্মঅ্যামব্রয়েজ পল টুসান্ট জুলস ভ্যালেরি
(১৮৭১-১০-৩০)৩০ অক্টোবর ১৮৭১
Sète, France
মৃত্যু২৪ জুলাই ১৯৪৫(1945-07-24) (বয়স ৭৩)
প্যারিস, ফ্রান্স
পেশাসাংবাদিকতা
ভাষাফরাসী
জাতীয়তা ফ্রান্স
শিক্ষাCollège de France
ধরন
  • কাব্য
  • দর্শন
  • প্রবন্ধ
সাহিত্য আন্দোলনপ্রতীকবাদী
দাম্পত্যসঙ্গীJeannie Gobillard
সন্তানAgathe Rouart-Valéry

স্বাক্ষর

জীবনী সম্পাদনা

ভ্যালেরির বাবা করসিকান ও মা জেনোয়িজ-ইস্ট্রিয়া বংশদ্ভূত। ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর সিটিতে জন্ম হলেও ভ্যালেরি এর নিকটবর্তী শহর মন্টপেলারে তার শৈশব অতিবাহিত করেন। ঐতিহ্যগত রোমান ক্যাথলিক ধর্মের উপর শিক্ষা গ্রহণের পর তিনি আইন নিয়ে পড়াশোনা করার পর প্যারিসে বসবাস শুরু করেন, যেখানে তিনি দীর্ঘ সময়ের জন্য স্টেফানি মেলারের সান্নিধ্যে ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. কবি পল ভালেরি