পল বারান

মার্কিন প্রকৌশলী

পল বারান একজন পোলিশ-বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী। তিনি প্যাকেট সুইচড কম্পিউটার নেটওয়ার্কিং এর দুইজন স্বাধীন উদ্ভাবকের একজন।

পল বারান
জন্ম(১৯২৬-০৪-২৯)২৯ এপ্রিল ১৯২৬
মৃত্যু২৬ মার্চ ২০১১(2011-03-26) (বয়স ৮৪)
নাগরিকত্বমার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস (এমএস, ১৯৫৯)
ড্রেক্সেল ইন্সটিটিউট অব টেকনোলজি (বিএস, ১৯৪৯)
পরিচিতির কারণপ্যাকেট সুইচিং
দাম্পত্য সঙ্গীএভেলিন মুরফাই বারান, পিএইচডি
পুরস্কারআইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল (১৯৯০)
কম্পিউটার ইতিহাস জাদুঘর ফেলো (২০০৫) [১]
মার্কনি প্রাইজ (১৯৯১)
ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (২০০৭)
জাতীয় ইনভেন্টর্স হল অব ফেম
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহর‍্যান্ড কর্পোরেশন

জীবনী সম্পাদনা

বারান ১৯২৬ সালের ২৯ এপ্রিল তৎকালীন পোল্যান্ডের গ্রোডনোতে জন্মগ্রহণ করেন। তিনি ড্রেক্সেল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৪৯ সালে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস থেকে ১৯৫৯ সালে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৫ সালে হিউস এয়ারক্রাফটের গ্রাউন্ড সিস্টেমস ডিপার্টমেন্তে যগদান করেন। তিনি ১৯৫৯ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত র‍্যান্ড কর্পোরেশনে কর্মরত ছিলেন। তার প্রকাশনায় রয়েছে ৬০টির অধিক গবেষণাপত্র।[২][৩][৪]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Paul Baran 2005 Fellow"। ৩ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৬ 
  2. http://ethw.org/Paul_Baran
  3. http://www.nytimes.com/2011/03/28/technology/28baran.html
  4. http://ethw.org/Oral-History:Paul_Baran
  5. http://internethalloffame.org/inductees/paul-baran