পলিউরা ডেলফিস

কীটপতঙ্গের প্রজাতি

জুয়েলড নবাব বৈজ্ঞানিক নাম: Polyura delphis) এক প্রজাতির বড় আকারের প্রজাপতি। এরা ‘নিমফ্যালিডি’ গোত্রের এবং চারাক্সিনি উপগোত্রের সদস্য।[১] এই প্রজাতি ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইন ১৯৭২ অনুসারে তফ্‌সিল ২-এর তালিকার অন্তর্ভুক্ত।

পলিউরা ডেলফিস
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
মহাজগত: সংবাহী উদ্ভিদ (ট্র্যাকিওফাইট)
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: আর্থ্রোপোডা (Arthropoda)
শ্রেণি: ইনসেক্টা (Insecta)
বর্গ: লেপিডোপ্টেরা (Lepidoptera)
পরিবার: Nymphalidae
গণ: Polyura
(ডাবলডে, ১৮৪৩)
প্রজাতি: P. delphis
দ্বিপদী নাম
Polyura delphis
(ডাবলডে, ১৮৪৩)

আকার সম্পাদনা

রত্নখচিত নবাবের প্রসারিত অবস্থায় ডানার আকার ৯৫-১০০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]

উপপ্রজাতি সম্পাদনা

ভারতে প্রাপ্ত রত্নখচিত নবাবের উপপ্রজাতি হল-[২]

  • Charaxes delphis delphis ডাবলডে, ১৮৪৩ – সিলেট রত্নখচিত নবাব

বিস্তার সম্পাদনা

এদের ভারতের সিকিম থেকে অরুণাচল প্রদেশ, বাংলাদেশ এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (1st সংস্করণ)। New Delhi: Oxford University Press। পৃষ্ঠা 311। আইএসবিএন 978 019569620 2 
  2. "Charaxes delphis Doubleday, 1843 - Jewelled Nawab"Butterflies of India। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা