পঞ্চানন নিয়োগী

একজন গ্রিফিথ পুরস্কার প্রাপ্ত খ্যাতনামা বাঙালি রসায়নবিদ

অধ্যাপক পঞ্চানন নিয়োগী (ইংরেজি: Professor Panchanan Niyogi or Professor Panchanan Neogi) (৪ অক্টোবর, ১৮৮৩ - ৫ জুন, ১৯৫০) ছিলেন একজন গ্রিফিথ পুরস্কার প্রাপ্ত খ্যাতনামা বাঙালি রসায়নবিদ। [২][৩]

পঞ্চানন নিয়োগী
জন্ম(১৮৮৩-১০-০৪)৪ অক্টোবর ১৮৮৩[১]
মৃত্যু৫ জুন ১৯৫০(1950-06-05) (বয়স ৬৬)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনকলকাতা বিশ্ববিদ্যালয়
পুরস্কারগ্রিফিথ পুরস্কার (১৯০৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন

জন্ম ও সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

পঞ্চানন নিয়োগীর জন্ম বৃটিশ ভারতের হুগলি জেলার হোরা গ্রামে। তার পড়াশোনা কলকাতায়। রসায়নশাস্ত্রের অত্যন্ত মেধাবী ছাত্র প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার ছিলেন। রসায়নে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯০৪ -০৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সরকারের গবেষক ছিলেন। তার গবেষণার বিষয় ছিল - রসায়ন বিজ্ঞানে প্রাচীন ভারতে মৌল আকরিক - লোহা ও তামার ইতিহাসের উপর। ১৯০৬ খ্রিস্টাব্দে গ্রিফিথ পুরস্কার এবং ১৯১৮ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচ-ডি লাভ করেন তিনি। তবে ১৯০৭ খ্রিস্টাব্দেই কর্মজীবন শুরু করেন বর্তমানে বাংলাদেশের রাজশাহী কলেজে রসায়ন শাস্ত্রের অধ্যাপনা দিয়ে। এরপর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ (১৯২১ - ২৫) ও প্রেসিডেন্সি কলেজে (১৯২৫ - ৪২) । এই দীর্ঘ সময়ের অধ্যাপনার পর তিনি মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ হন। ধাতুবিদ্যার গবেষণা ছাড়াও তিনি নাইট্রোজেনের স্টেরিওকেমিস্ট্রি ( stereochemistry of nitrogen) সমন্বিত অজৈব যৌগের আলোক সমাণুতা (optical isomerism of coordinated inorganic compounds,) এবং বিভিন্ন মৌলের রসায়ন বিষয়ে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। তার রচিত দুটি প্রকরণগ্রন্থ - 'Iron in Ancient India'এবং 'Copper in Ancient India', কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স যথাক্রমে ১৯১৬ ও ১৯১৮ খ্রিস্টাব্দে প্রকাশ করে। তার রচিত অন্যান্য গ্রন্থ গুলি হল-

  • 'আয়ুর্বেদ ও নব্য রসায়ন'
  • 'তুফান'
  • 'বৈজ্ঞানিক-জীবনী'

সম্মাননা সম্পাদনা

অধ্যাপক নিয়োগী ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা-সদস্য ছিলেন। তিনি ১৯৩৫ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অকাদেমির ফেলো নির্বাচিত হন।১৯৪৩ খ্রিস্টাব্দে তিনি পাটনায় ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের রসায়ন বিভাগের সভাপতি হয়েছিলেন।

জীবনাবসান সম্পাদনা

১৯৫০ খ্রিস্টাব্দের ৫ ই জুন তিনি পরলোক গমন করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. আকাশবাণী কলকাতা'র সকালের অনুষ্ঠান ('প্রাত্যহিকী'-তারিখ=২০২০-১০-০৪
  2. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬ পৃষ্ঠা ৩৮২, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  3. "Deseased Fellow Detail"। ৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 

বহিঃসংযোগ সম্পাদনা