নিজ বাহাদুরপুর ইউনিয়ন

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার একটি ইউনিয়ন

নিজ বাহাদুরপুর ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১][২]

নিজ বাহাদুরপুর
ইউনিয়ন
নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ।
নিজ বাহাদুরপুর সিলেট বিভাগ-এ অবস্থিত
নিজ বাহাদুরপুর
নিজ বাহাদুরপুর
নিজ বাহাদুরপুর বাংলাদেশ-এ অবস্থিত
নিজ বাহাদুরপুর
নিজ বাহাদুরপুর
বাংলাদেশে নিজ বাহাদুরপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৫′৫৫.০০১″ উত্তর ৯২°১১′১৭.০০২″ পূর্ব / ২৪.৭৬৫২৭৮০৬° উত্তর ৯২.১৮৮০৫৬১১° পূর্ব / 24.76527806; 92.18805611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলামৌলভীবাজার জেলা
উপজেলাবড়লেখা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২,০৫০ হেক্টর (৫,০৭০ একর)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট২৪,০৫৬
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৫৮ ১৪ ৬৩
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

১৯৪০সালে জলঢুপ থানা ভেঙ্গে বড়লেখা ও বিয়ানিবাজার থানা এর উৎপত্তি। সেই দুই থানার ঠিক মধ্য ভাগ দিয়ে বয়ে চলেছে সুনাই নদী। সুনাই নদীর একটি শাখা মুন্সী খাল  । সুনাই নদী ও মুন্সী খালের মোহনায় কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ১৫ টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত ৩ নং নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

আয়তন ও জনসংখ্যা: ২৪.৮৪ বর্গ কিলোমিটার, ২০১১ সালের পরিসংখ্যান এর হিসাব অনুযায়ি মোট লোকসংখ্যা: ২৪০৫৬জন সম্পাদনা

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার : ৬৫% (২০০১ সালের আদমশুমারী অনুসারে)

শিক্ষা প্রতিষ্ঠান: সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা-১৬টি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা-৩টি, উচ্চ বিদ্যালয়- ২টি নিম্ন মাধ্যমিক-২টি(জুনিয়র স্কুল ৩টি), জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র- ১ টা (চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়), মাদ্রাসা-৪টি

দর্শনীয় স্থান সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

আব্দুল হামিদ (কালা মিয়া), শীর্ষ ব্যবসায়ী | ফখরুল ইসলাম চৌধুরী, সনামধন্য ব্যবসায়ী ও সমাজ সেবক | আলাল উদ্দিন আলাল,(চেয়ারম্যান)রাজনিতিবিদ ও ব্যবসায়ী | ওয়াহিদুর রহমান ওয়াহিদ,বিশিস্ট সাংবাদিক ও সমাজ সেবক | এছাড়া দেশে বিদেশে আরও অনেক রয়েছেন |

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান-

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক০১ নাম আলাল উদ্দিন আলাল মেয়াদ ২০০৩-২০০৯
০১ আলাল উদ্দিন আলাল মেয়াদ ২০০৯-২০১৪
০২ আলাল উদ্দিন আলাল
০৩ মো: ময়নুল হক বর্তমান

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নিজ বাহাদুরপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "বড়লেখা উপজেলা"বাংলাপিডিয়া। ৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০