নাসের শাবানি (ফার্সি: ناصر شعبانی; আনু. ১৯৫৭ – ১৩ মার্চ ২০২০) ছিলেন একজন ইরানি জেনারেল এবং ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার। সৌদির তেলবাহী ট্যাঙ্কারের উপর হূতি বিদ্রোহীদের আক্রমনের কৃতিত্ব তিনি গ্রহণ করেন।[১]


নাসের শাবানি
স্থানীয় নাম
ناصر شعبانی
জন্মআনু. ১৯৫৭
ইরান সাম্রাজ্য
মৃত্যু১৩ মার্চ ২০২০(২০২০-০৩-১৩)
ইরান
আনুগত্যইরান
সেবা/শাখাইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী
কার্যকাল১৯৮২–২০২০
পদমর্যাদাব্রিগেডিয়ার জেনারেল
ইউনিটকুদ্‌স বাহিনী
যুদ্ধ/সংগ্রাম

কর্মজীবন সম্পাদনা

শাবানি তার সামরিক কর্মজীবন শুরু করেন ১৯৮২ সালে ইরান-ইরাক যুদ্ধের সময়।[২] একই বছর আমল বিদ্রোহ দমিয়ে রাখতে তিনি কাজ করেন। ইরাক-ইরান যুদ্ধের শেষ দিকে আইআরজিসি'র অনেক উপরের পদে তার পদোন্নতি হয়। ২০১১ সালে তিনি ইমাম হুসেইন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হন এবং সারুল্লাহ হেডকোয়ার্টারের একজন ডেপুটি হয়ে যান।[৩]

২০১৮ তে ইরানের একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তিনি দাবি করেন যে তাদের আদেশ মতে ইয়েমেন এর হূতি বিদ্রোহীরা বাব-আলমানদাব উপত্যকায় সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়।

মৃত্যু সম্পাদনা

শাবানি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৩ মার্চ মৃত্যুবরণ করেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Iran coronavirus deaths:Top Iranian IRGC Commander Nasser Shabani, who once openly admitted to blowing up Saudi oil tankers, dies of COVID 19"ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস (ইংরেজি ভাষায়)। ১৪ মার্চ ২০২০। 
  2. "Iranian Gen. Shabani dies from coronavirus"আনাদোলু এজেন্সি (ইংরেজি ভাষায়)। ১৪ মার্চ ২০২০। 
  3. "سردار ناصر شعبانی درگذشت"তাসনিম নিউজ (ফার্সি ভাষায়)। ১৪ মার্চ ২০২০। 
  4. "Top Iranian general Shabani dies of Covid-19"এনএসটি অনলাইন (ইংরেজি ভাষায়)। ১৪ মার্চ ২০২০।