নাসিরুদ্দিন মাহমুদ (ইলতুতমিশের পুত্র)

নাসিরুদ্দিন মাহমুদ (ফারসি : ناصر الدين محمود) (রাজত্বকাল : ১২২৭ – ১২৩২) ছিলেন সুলতান শামসুদ্দীন ইলতুতমিশ এবং তার প্রধান সঙ্গী কুতুব আল-দ্বীন আইবেকের কন্যা তুরকান খাতুনের বড় ছেলে।[১][২] তিনি ওউধের গভর্নর ছিলেন এবং পরে মৃত্যুর আগে পর্যন্ত তিনি বাংলার গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

ইতিহাস সম্পাদনা

যখন গিয়াসউদ্দিন ইওয়াজ শাহ দিল্লির সুলতান ইলতুতমিশের বিরুদ্ধে বিদ্রোহ করেন, তখন তিনি আলাউদ্দীন জানি সহ তার পুত্র নাসিরুদ্দিন মাহমুদকে ইওয়াজের বিরুদ্ধে আক্রমণ করার জন্য পাঠান।[৩] ইওয়াজ হেরে যায় এবং নিহত হয়। এরপর নাসিরুদ্দিন বঙ্গের গভর্নর হন। তখন তিনি সুলতান সামসুদ্দিন ইলিতুতমিশের কাছ থেকে মালিক উশ-শার্ক (مٰلك الشّرق Arabic: "পূর্বাঞ্চলের সম্রাট") উপাধি প্রাপ্ত হন।

১২২৮ সালে, নাসিরুদ্দিন কামরূপের এক রাজা রাজা পৃথুকে (রাজত্বকাল: ১১৮৫ – ১২২৮) আক্রমণ করে হত্যা করেছিলেন।[৪] পরবর্তীকালে তিনি তিব্বত আক্রমণ করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

দেড় বছর রাজত্ব করার পরে, নাসিরউদ্দীন ১২৩২ সালে মারা যান।[৪]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Siddiqi, Iqtidar Husain (১৯৯২)। Perso-Arabic Sources of Information on the Life and Conditions in the Sultanate of Delhi। Munshiram Manoharlal Publishers Pvt. Ltd.। পৃষ্ঠা 6। 
  2. Banarsi Prasad Saksena (১৯৯২)। "The Khaljis: Alauddin Khalji"। A Comprehensive History of India: The Delhi Sultanat (A.D. 1206-1526) (Second সংস্করণ)। The Indian History Congress / People's Publishing House। পৃষ্ঠা 321। ওসিএলসি 31870180 
  3. এ.বি.এম শামসুদ্দীন আহমদ (২০১২)। "ইলতুৎমিশ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. Sarkar, J. N. (১৯৯২)। "Chapter II The Turko-Afghan Invasions"। The Comprehensive History of Assam। Assam Publication Board। পৃষ্ঠা 38।