নারায়নপুর বাহরাম উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়

নারায়নপুর বাহরাম উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশের যশোর জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়।

নারায়নপুর বাহরাম উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়
অবস্থান
চৌগাছা, যশোর

বাংলাদেশ
তথ্য
ধরনবেসরকারি
নীতিবাক্যহে রব আমার জ্ঞান বৃদ্ধি কর
প্রতিষ্ঠাকাল১৯৩৭
বিদ্যালয় জেলাযশোর
কর্মকর্তা৩ জন
অনুষদ১৪
শ্রেণী৬ষ্ঠ থেকে ১০ম
শিক্ষার্থী সংখ্যা৪০০+
শিক্ষায়তন৪ একর
ক্যাম্পাসের ধরনগ্রামীণ
মাস্কটবইয়ের সঙ্গে আলোকিত মোমবাতি এবং Wreaths
শিক্ষা বোর্ডযশোর

ইতিহাস

সম্পাদনা

১৯৩৩ সালে চাটাই দিয়ে ঘেরা ছনের ছাউনি দিয়ে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। খান সাহেব আব্দুল আজিজ অত্র এলাকার মানুষের স্বেচ্ছা শ্রমে প্রায় ৪.০০ একর জমির উপর কপোতাক্ষ নদ এর তীরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৩৭ সালে ব্রিটিশ সরকার কর্তৃক ভবন নির্মাণের জন্য অনুমতি লাভ করে। তারপর যশোর জেলা বোর্ডের মাধ্যমে সে বছরই ভবন নির্মাণ করা হয়। ১৯৫০ সালে বিদ্যালয়টি মাইনর অনুমোদন প্রাপ্ত হয়। ১৯৬০ সালে বিদ্যালয়টি দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অনুমতি লাভ করে। তখন সরকারী অনুদানে মাত্র ৩০,০০০ টাকা এবং এলাকার মানুষদের সহায়তায় বিশাল এক ভবন নির্মাণ করা হয়। বর্তমানে ভবনটি ভেঙ্গে একই স্থানে নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা