নামদাং শিলের সেতু

ভারতের একটি সেতু

নামদাং শিলের সেতু (অসমীয়া: নামদাঙর শিলর সাঁকো; ইংরেজি: Namdang Stone Bridge) অসমের একটি ঐতিহাসিক সেতু। এই সেতুটি শিবসাগর জেলায় অবস্থিত।

নামদাং শিলের সেতু
স্থানাঙ্ক ২৬°৫৭′০১″ উত্তর ৯৪°৩২′৪৩″ পূর্ব / ২৬.৯৫০৩৯° উত্তর ৯৪.৫৪৫১৭° পূর্ব / 26.95039; 94.54517
অতিক্রম করেনামদাং নদী
স্থানশিবসাগর, অসম
রক্ষণাবেক্ষকঅসম সরকার
বৈশিষ্ট্য
নকশাArch bridge
উপাদানশিল
মোট দৈর্ঘ্য৬০ মিটার
প্রস্থ৬.৫ মিটার
উচ্চতা১.৭ মিটার
ইতিহাস
নকশাকারবঙ্গদেশের কারিকর
নির্মাণ শেষ১৭০৩
অবস্থান
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

১৭০৩ সনে আহোম রাজা রুদ্র সিংহের শাসনকালে বঙ্গদেশের কারিকর দ্বারা এই পাথরের সেতুটি নির্মিত হয়েছিল। নির্মাণ হওয়ার পর সেতুটি সেখান থেকে বহন করে এনে বর্তমান স্থানে স্থাপন করা হয়।

অবস্থিতি সম্পাদনা

সেতুটি অসমের দিখৌ নদীর শাখা নামদাং নদীর উপর অবস্থিত।

 

বিশেষত্ব সম্পাদনা

সেতুটি ৬০মিটার দৈর্ঘ্য, ৬.৫ মিটার প্রস্থ ও ১.৭ মিটার উচু । সেতুটির প্রধান বিশেষত্ব হচ্ছে এটি মাত্র একটি বিশাল শিলা কেটে বানানো হয়েছে।[১][২] বর্তমানেও এর বহন ক্ষমতা অধিক হওয়ায় ভারতীয় ৩৭নং রাষ্ট্রীয় ঘাইপথ এই সেতুর উপর দিয়ে নির্মিত হয়েছে। আহোম রাজার শাসনকালে নির্মিত বিভিন্ন স্থাপত্য-ভাস্কর্যের মধ্যে সেতুটি উল্লেখযোগ্য।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Namdang Stone Bridge"। Maps Of India। ৪ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১০ 
  2. Sajnani, Manohar। "Management Resources"। Encyclopaedia of tourism resources in India1। পৃষ্ঠা 20।