নাতালি স্নাইডার

মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়

নাতালি স্নাইডার (ইংরেজি: Natalie Schneider; জন্ম: ১১ ফেব্রুয়ারি ১৯৮৩) একজন মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

নাতালি স্নাইডার
ব্যক্তিগত তথ্য
জাতীয় দলমার্কিন যুক্তরাষ্ট্র
জন্ম (1983-02-11) ১১ ফেব্রুয়ারি ১৯৮৩ (বয়স ৪১)
ক্রীড়া
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ক্রীড়ামহিলা হুইলচেয়ার বাস্কেটবল
বিভাগমহিলা হুইলচেয়ার বাস্কেটবল
সাফল্য ও খেতাব
প্যারালিম্পিক ফাইনাল2008 Summer Paralympics,
2012 Summer Paralympics,
2016 Summer Paralympics

প্রাথমিক জীবন সম্পাদনা

নাতালি জন্মগ্রহণ করেন নেব্রাস্কা শহরের ক্রেট-এ। [১] প্রথমে তিনি ক্রেট হাই স্কুল, পরে দোয়ান কলেজ এবং নেব্রাস্কা-লিংকন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন।[১]

খেলোয়াড় জীবন সম্পাদনা

২০০৮ গ্রীষ্মকালীন প্যারালিম্পিক এবং ২০১৬ রিও গ্রীষ্মকালীন প্যারালিম্পিক মার্কিন যুক্তরাষ্ট্রকে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করে নাতালি একটি স্বর্ণপদক জয় করেছিলেন।[২] ২০১০ আইডাব্লুবিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং ২০১১ আইডাব্লুবিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নমার্কিন যুক্তরাষ্ট্রকে হুইলচেয়ার বাস্কেটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করে তিনি স্বর্ণপদক লাভ করেছিলেন। ২০১২ গ্রীষ্মকালীন প্যারালিম্পিক তিনি অংশ গ্রহণ করেন।

বর্তমান জীবন সম্পাদনা

নাতালি এখন নেব্রাস্কা শহরের ক্রেট-এ বসবাস করেন। [১]

আরও পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "NATALIE SCHNEIDER WHEELCHAIR BASKETBALL"teamusa.org 
  2. "Wheelchair Basketball United States of America"www.paralympic.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭