নাটুদা মাধ্যমিক বিদ্যালয়

চুয়াডাঙ্গা জেলার প্রাচীন বিদ্যালয়

নাটুদা মাধ্যমিক বিদ্যালয়[খ] হলো চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে প্রাচীন বিদ্যালয়। এটি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নে অবস্থিত।[৩]

নাটুদা মাধ্যমিক বিদ্যালয়
অবস্থান
মানচিত্র

স্থানাঙ্ক২৩°৩৮′১৭.৪৭″ উত্তর ৮৮°৩৯′৩৬.২১″ পূর্ব / ২৩.৬৩৮১৮৬১° উত্তর ৮৮.৬৬০০৫৮৩° পূর্ব / 23.6381861; 88.6600583
তথ্য
অন্য নামহাজার দুয়ারী বিদ্যালয়
প্রাক্তন নামরাধারানী ইন্সটিটিউশন
ধরনউচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাকালঅজানা[ক]
প্রতিষ্ঠাতানফরচন্দ্র পাল চৌধুরী
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
বিদ্যালয় জেলা
ইআইআইএন১১৫৩৮৫[১][২]
প্রধান শিক্ষকমোহাম্মদ আব্দুল মান্নান[১]
শিক্ষকমণ্ডলী১৬[১]
লিঙ্গপুরুষ, নারী উভয়ই
শিক্ষার্থী সংখ্যাআনু. ৭০০ জন
জমির পরিমাণ৯.২২ একর

ইতিহাস সম্পাদনা

ব্রিটিশ শাসনামলে নাটুদাহের জমিদার শ্রী নফরচন্দ্র পাল চৌধুরী তার স্ত্রী রাধা রানীর অনুরোধে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।[৪] শুরুতে বিদ্যালয়টিতে শিক্ষার্থী সংখ্যা তেমন ছিল না। তবে পরবর্তীতে শিক্ষার্থী সংখ্যা বাড়তে থাকলে ১৯০৬ খ্রিষ্টাব্দে নফলচন্দ্র একটি চারতলা ভিতবিশিষ্ট একতলা দালান নির্মাণ করেন।[৪] আবার তিনি প্রথম তলার ১৫ কক্ষ বিশিষ্ট ভবন সংলগ্ন এলাকায় প্রধান শিক্ষকের জন্য চেম্বারসহ পাকা অফিস কক্ষও নির্মাণ করে দেন এবং ৯ দশমিক ২২ একর জমি বিদ্যালয়টির জন্য দান করেন। তিনি তার স্ত্রীর নামানুসারে এই বিদ্যালয়টির নামকরণ করেন রাধারানী ইন্সটিটিউশন[৫] ১৯০৯ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়।[৬] ১৯৬১ সালে কলকাতা শিক্ষা বোর্ডের পূর্ব রেজিষ্ট্রেশনে প্রতিষ্ঠানটি নাম পরিবর্তন করে রাখা হয় নাটুদা মাধ্যমিক বিদ্যালয়[৫] বর্তমানে এটি যশোর শিক্ষা বোর্ডের অধিভুক্ত। নির্মাণ কাজের শুরুর দিকে কলকাতার একটি প্রকৌশল সংস্থার প্রস্তুত নকশায় ব্লু-প্রিন্টের চারদিকের করিডোরসহ ১৫ কক্ষ বিশিষ্ট প্রতিটি তলায় ২৫০টি করে চারতলা ভবনটিতে সর্বমোট দরজার সংখ্যা ছিল এক হাজার। এ জন্য এই বিদ্যালয়টি হাজার দুয়ারী বিদ্যালয় নামে পরিচিত।[৫]

টীকা সম্পাদনা

  1. ১৯০৬ সালে বিদ্যালয়টির প্রতিষ্ঠার প্রকৃত সাল নয়। এই সালে বিদ্যালয়টিতে একটি চারতলা ভিতবিশিষ্ট একটি দালান নির্মিত হয়।
  2. বিদ্যালয়টির বর্তমান নাম নাটুদা মাধ্যমিক বিদ্যালয়। তবে বিদ্যালয়টি হাজার দুয়ারী স্কুল নামে অধিক পরিচিত।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "EMIS | DSHE"emis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৫ 
  2. "Natuda Secondary School - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৫ 
  3. "দামুড়হুদার হাজার দুয়ারী বিদ্যালয়ের ইতিহাস"Odhikar। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৫ 
  4. কক্ষ, বার্তা (২০২১-০৮-১২)। "দামুড়হুদার জমিদার নফর পাল চৌধুরীর স্মৃতিবিজড়িত মূল সিংহ দুয়ার এখনও"বিটিসি নিউজ। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. Dainikshiksha (২০১৬-১২-২১)। "১১০ বছর শিক্ষার আলো ছড়াচ্ছে নাটুদা মাধ্যমিক বিদ্যালয় - দৈনিকশিক্ষা"Dainik shiksha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৫ 
  6. "দামুড়হুদা"damurhuda.chuadanga.gov.bd। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩