নাকা লক্ষমায়া

ভারতীয় রাজনীতিবিদ

নাকা লক্ষমায়া (২ ডিসেম্বর ১৯৫০ – ১৬ জানুয়ারি ২০২০) ভারতের ওড়িশার একজন রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি উড়িষ্যা বিধানসভার একজন বিধায়ক ছিলেন।

নাকা লক্ষমায়া
উড়িষ্যা বিধানসভা
কাজের মেয়াদ
৯ জুন ১৯৮০ – ৯ মার্চ ১৯৮৫
পূর্বসূরীনাকা কান্নায়া
উত্তরসূরীনদীয়াবাসী বিশ্বাস
সংসদীয় এলাকামালকানগিরি
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫০-১২-০২)২ ডিসেম্বর ১৯৫০
মৃত্যু১৬ জানুয়ারি ২০২০(2020-01-16) (বয়স ৬৯)
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস

জীবনী সম্পাদনা

নাকা লক্ষমায়া ১৯৫০ সালের ২ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন।[১] ১৯৮০ সালে তিনি মালকানগিরি বিধানসভা কেন্দ্র থেকে উড়িষ্যা বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[২]

নাকা লক্ষমায়া ২০২০ সালের ১৬ জানুয়ারি ৬৯ বছর বয়সে প্রয়াত হন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Shri Naka Laxmaya"Odisha Legislative Assembly। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "List of Members in Eighth Assembly( 09/06/1980-09/03/1985)"Odisha Legislative Assembly। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০ 
  3. "ମାଲକାନଗିରି ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ପୂର୍ବତନ ବିଧାୟକ ନାକା ଲାଛମାୟାଙ୍କ ପରଲୋକ"Sambad (ওড়িয়া ভাষায়)। ১৭ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০