নরম্যান ল্যাম্ব

ব্রিটিশ রাজনীতিবিদ

স্যার নরম্যান পিটার ল্যাম্ব (জন্ম ১৬ সেপ্টেম্বর ১৯৫৭) একজন ব্রিটিশ রাজনীতিবিদ এবং আইনজীবী। তিনি ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত উত্তর নরফোকের লিবারেল ডেমোক্র্যাট সংসদ সদস্য (এমপি) ছিলেন এবং ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি নির্বাচন কমিটির সভাপতি ছিলেন।[১]

দাপ্তরিক প্রতিকৃতি, ২০১৭

ল্যাম্ব ২০১৫ লিবারেল ডেমোক্র্যাট নেতৃত্ব নির্বাচনে প্রার্থী ছিলেন। তিনি সম্প্রতি স্বাস্থ্য বিভাগের যত্ন ও সহায়তার প্রতিমন্ত্রী হিসেবে এবং এর আগে ব্যবসা, উদ্ভাবন এবং দক্ষতা বিভাগে কর্মসংস্থান সম্পর্কের প্রতিমন্ত্রী হিসেবে এবং এর আগে উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগের সংসদীয় ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। কনজারভেটিভ-লিবারেল ডেমোক্র্যাট কোয়ালিশন সরকার।

ল্যাম্বকে ২০১৯ সালের জন্মদিনের সম্মানে নাইট উপাধি দেওয়া হয়েছিল।[২] তিনি ডিসেম্বর ২০১৯ সালে দক্ষিণ লন্ডন এবং মডসলে এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "MPs vote for Select Committee Chairs - News from Parliament"UK Parliament 
  2. "North Norfolk MP 'thrilled and honoured' to receive knighthood"North Norfolk News। ৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৯ 
  3. "Former minister to chair major London trust"। Health Service Journal। ১৭ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০