নরওয়ে দেশটি উত্তর ইউরোপে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপের পশ্চিম ও উত্তরাংশে অবস্থিত। নরওয়ের দক্ষিণ-পশ্চিমে উত্তর সাগর ও দক্ষিণে স্কাগেরাক ইনলেট, পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগর (নরওয়েজীয় সাগর) ও উত্তর-পূর্বে বারেন্টস সাগর অবস্থিত। দেশটির অধিকাংশ এলাকা জুড়ে স্ক্যান্ডিনেভীয় পর্বতমালা বিস্তৃত। পূর্বে সুইডেনের সাথে নরওয়ের দীর্ঘ সীমান্ত রয়েছে, উত্তর পশ্চিমে ফিনল্যান্ডের সাথে কিছুটা কম এবং উত্তর-পূর্বে রাশিয়ার সাথে অল্প সীমান্ত রয়েছে। নরওয়ের সুদীর্ঘ পশ্চিম উপকূলের কাছেই রয়েছে ছোট বড় প্রায় ৫০ হাজার দ্বীপ।

নরওয়ে ভূগোল
মহাদেশইউরোপ
অঞ্চলউত্তর ইউরোপ
স্থানাঙ্ক৫ ডিগ্রি উত্তর ও ৮ ডিগ্রি পূর্ব
আয়তন
 • মোট৩,৮৫,১৭০ কিমি (১,৪৮,৭১০ মা)
 • স্থলভাগ94.95%
 • জলভাগ5.05%
উপকূলরেখা২৫,১৪৮ কিমি (১৫,৬২৬ মা)
সীমানামোট স্থল সীমান্ত:
২৫১৫ কিমি
সর্বোচ্চ বিন্দুগালধোপিজেন
২৪৬৯ মিটার
সর্বনিম্ন বিন্দুনরওয়েজীয় সাগর
-০ মিটার
দীর্ঘতম নদীগ্লোম্মা
৬০৪৮ কিমি
বৃহত্তম হ্রদমিয়সা
৩৬২ কিমি
নরওয়ের উপগ্রহ চিত্র
পর্বত শৃঙ্খলের পশ্চিমাংশে জলপ্রপাত

নরওয়ে বিশ্বের সর্ব উত্তরের দেশ এবং ইউরোপের সর্বাধিক পর্বতবেষ্টিত দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির গড় উচ্চতা ৪৬০ মিটার এবং দেশটির ৩২ ভাগ সমভূমি গাছের উচ্চতা থেকে উপরে।