নভদেভিচে সমাধি

(নবদেভিচে সমাধি থেকে পুনর্নির্দেশিত)

নভদেভিচে সমাধি (রুশ: Новоде́вичье кла́дбище) হল মস্কোতে অবস্থিত একটি বিখ্যাত সমাধি। ১৮৯৮ সালে এটি উদ্বোধন করা হয়। এটি মস্কোর তৃতীয় জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা ষোড়শ শতাব্দীর নভদেভিচে কনভেন্টের দক্ষিণ প্রাচীরের নিকটে অবস্থিত।[১]

সমাধির প্রবেশদ্বার
সমাধির প্রাচীর কলাম্বারিয়াম হিসেবে ব্যবহার করা হয়।

ইতিহাস সম্পাদনা

সমাধিটির নকশা করেন ইভান মাশকভ এবং ১৮৯৮ সালে এটি উদ্বোধন করা হয়।[২] মধ্যযুগীয় মুস্কোভিত সন্ন্যাসালয়গুলো (সিমনভ, দানিলভ, দনস্কয়) ধ্বংস করা হলে ১৯৩০-এর দশক থেকে এই সমাধির গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। দনস্কয়ের সমাধিটি কেবল যোসেফ স্তালিনের যুগ পর্যন্ত ঠিকেছিল। অনেক বিখ্যাত রুশ ব্যক্তিদের তথা নিকলাই গোগলসের্গেই আকসাকভকে অন্যান্য সন্ন্যাসালয়ে সমাহিত করার পর পুনরায় নভদেভিচে সমাহিত করা হয়েছিল।

স্মৃতিস্তম্ভ সম্পাদনা

ভাস্কর সম্পাদনা

নভদেভিচে সমাধিতে নিম্নোক্ত ভাস্করদের কাজ পাওয়া যায়:

তথ্যসূত্র সম্পাদনা

  1. ভরহেস, মারা; বের্কমোয়েস, রায়ান ভার (২০০৩)। Lonely Planet Moscow। লোনলি প্ল্যানেট। পৃষ্ঠা ২৫৬। আইএসবিএন 1864503599 
  2. "Novodevichy Cemetery"পাসপোর্ট ম্যাগাজিন। এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা