নন্দিরগাঁও ইউনিয়ন

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি ইউনিয়ন

নন্দিরগাঁও ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি ইউনিয়ন[১][২]

নন্দিরগাঁও
ইউনিয়ন
৭নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ।
নন্দিরগাঁও সিলেট বিভাগ-এ অবস্থিত
নন্দিরগাঁও
নন্দিরগাঁও
নন্দিরগাঁও বাংলাদেশ-এ অবস্থিত
নন্দিরগাঁও
নন্দিরগাঁও
বাংলাদেশে নন্দিরগাঁও ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°০′৪৭.০০২″ উত্তর ৯১°৫২′১৪.৯৯৯″ পূর্ব / ২৫.০১৩০৫৬১১° উত্তর ৯১.৮৭০৮৩৩০৬° পূর্ব / 25.01305611; 91.87083306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাগোয়াইনঘাট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৪,৪৭৭ হেক্টর (১১,০৬২ একর)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট২৩,৪৭১
 • জনঘনত্ব৫২০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ৪১ ৬৩
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

১৯৬০ সালে নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার আগে নন্দিরগাঁও নামে একটি গ্রাম ছিল। গ্রামের নামানুসারে নন্দিরগাঁও ইউনিয়ন নাম করণ করা হয়।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

গ্রাম সমূহ

  • বহর
  • সু্ন্দ্রগাঁও
  • মিত্রিমহল
  • রানীগঞ্জ
  • করবাড়ী
  • সালুটিকর
  • রাইখালেরপার
  • আঙ্গারজুর
  • দামারী পার
  • লামাপাড়া
  • নওয়াগাঁও
  • কদমতলা আংশিক
  • দ্বারিরপার
  • দ্বারিকান্দি
  • চৌধুরীকান্দি
  • কচুয়ারপার
  • কদমতলা আংশিক
  • নন্দিরগাঁও
  • কুরুমখলা
  • মানাউরা
  • চলিতাবাড়ী
  • বাইমাপার
  • শিয়ালাহাওর
  • লক্ষী হাওর

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তনঃ- ৪৬.৪৬ বর্গকিঃমিঃ। লোকসংখ্যাঃ- ৩১০০০ জন।

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার : শিক্ষারহার– ৩৯%।  

শিক্ষা প্রতিষ্ঠান

  • সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি
  • সরকারী প্রাঃ বিদ্যালয়- ০১টি
  • মাধ্যমিক বিদ্যালয়ঃ ২ টি
  • স্কুল এন্ড কলেজঃ ১টি
  • মাদ্রাসা- ২টি
  • কলেজ-১টি

দর্শনীয় স্থান সম্পাদনা

  • দামারীপার -(এখানে চিরল, জারুল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। পাশেই একটি বিল ও ঘনসবুজ বনাঞ্চল। রয়েছে চেঙ্গেরখাল নদী।)

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- এস কামরুল হাসান আমিরুল

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং চেয়ারম্যানগণের নাম সময়কাল
০১ কলিম উল্লাহ ১৯৬০-১৯৬৫
০২ আব্দুল মতিন চৌধুরী ১৯৬৫-১৯৭০
০৩ মোঃ লুৎফুর রহমান (সুলতান) ১৯৭৩-১৯৭৭
তেরা মিয়া (বতন) ১৯৭৭-১৯৮৪
আব্দুল গফুর চৌধুরী ১৯৮৪-১৯৮৮
তেরা মিয়া (বতন) ১৯৮৮-১৯৯১
আব্দুল হাকিম চৌধুরী ১৯৯১-১৯৯৭
নজরুল ইসলাম (নজর) ১৯৯৭-২০০৩
সিরাজুল ইসলাম (সিরাজ) ২০০৩-২০১১
১০ মামুন রশিদ শাহিন ২০১১-২০১৬
১১ এস কামরুল হাসান আমিরুল ২০১৬-বর্তমান

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "গোয়াইনঘাট উপজেলা"বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯ 
  2. "নন্দিরগাঁও ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩১ 

বহিঃসংযোগ সম্পাদনা