নদীমুখ

যামী তারামণ্ডলের তারা

নদীমুখ হলো অ্যাকেরনার(achernar) এর বাংলা নাম। অন্য নাম আলফা এরিডানি(-Eridani)। যামি মন্ডলের সবচেয়ে উজ্জ্বল তারা এটি। এর আপাত ঔজ্জ্বল্য ০.৫৩ এবং পরম ঔজ্জ্বল্য -২.৩। এর দূরত্ব ১২০ আলোকবর্ষ বা ৩৮ পারসেক। বর্ণালী শ্রেণি B3V। তারাটির আরবি নাম আখির আন-নাহর(নদীর শেষ)। উত্তরাঞ্চলের কোন কোন জায়গা থেকে একে নাও দেখা যেতে পারে।

চরম ঘূর্ণন গতির কারণে অ্যাকেরনার চ্যাপ্টা আকার ধারণ করেছে।