নগেন্দ্র জামাতিয়া

ভারতীয় রাজনীতিবিদ

নগেন্দ্র জামাতিয়া (আনু. ১৯৪৮ – ২১ জানুয়ারি ২০১৯) ভারতের ত্রিপুরার একজন রাজনীতিবিদ ছিলেন যিনি ইন্ডিজেনিয়াস ন্যাশনালিস্ট পার্টি অব তুইপ্রার রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি পাঁচবার ত্রিপুরা বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া, তিনি ত্রিপুরা সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নগেন্দ্র জামাতিয়া
ত্রিপুরা বিধানসভা
কাজের মেয়াদ
১৯৮৮ – ১৯৯৩
পূর্বসূরীবুল্লু কুকি
উত্তরসূরীদেবব্রত কোলয়
সংসদীয় এলাকাআম্পিনগর
কাজের মেয়াদ
১৯৯৮ – ২০০৮
পূর্বসূরীদেবব্রত কোলয়
উত্তরসূরীড্যানিয়েল জামাতিয়া
সংসদীয় এলাকাআম্পিনগর
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৪৮
মৃত্যু২১ জানুয়ারি ২০১৯ (বয়স ৭১)
রাজনৈতিক দলইন্ডিজেনিয়াস ন্যাশনালিস্ট পার্টি অব তুইপ্রা

জীবনী সম্পাদনা

নগেন্দ্র জামাতিয়া ১৯৭৭, ১৯৮৩ ও ১৯৮৮ সালে ত্রিপুরা উপজাতি যুব সমিতির প্রার্থী হিসেবে আম্পিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১][২][৩] তিনি ১৯৮৮ সালে বিদ্রোহী সংগঠন ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ারসের সাথে শান্তি আলোচনায় অবদান রেখেছেন।[৪] তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ত্রিপুরা সরকারের কৃষি ও উদ্যানপালন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[৫]

১৯৯৮ সালে নগেন্দ্র জামাতিয়া ত্রিপুরা উপজাতি যুব সমিতির প্রার্থী হিসেবে আম্পিনগর থেকে ত্রিপুরা বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৬] পরবর্তীতে, তিনি ইন্ডিজেনিয়াস ন্যাশনালিস্ট পার্টি অব তুইপ্রায় যোগদান করেন।[৫] তিনি দলটির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।[৭] তিনি ২০০৩ সালে ইন্ডিজেনিয়াস ন্যাশনালিস্ট পার্টির প্রার্থী হিসেবে আম্পিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৮]

নগেন্দ্র জামাতিয়া পবিত্রা জামাতিয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[৭] তাদের দুই সন্তান ছিল।

নগেন্দ্র জামাতিয়া ২০১৯ সালের ২১ জানুয়ারি ৭১ বছর বয়সে প্রয়াত হন।[৪][৫][৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tripura Assembly Election Results in 1977"www.elections.in। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  2. "Tripura Assembly Election Results in 1983"www.elections.in। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  3. "Tripura Assembly Election Results in 1988"www.elections.in। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  4. "Tripura peace negotiator Nagendra Jamatia dead"The Hindu। ২২ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  5. "Veteran Tripura tribal leader dead"Business Standard। ২১ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  6. "Tripura Assembly Election Results in 1998"www.elections.in। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  7. "Tripura: Veteran tribal leader Nagendra Jamatia passes away"NE Now। ২১ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  8. "Tripura Assembly Election Results in 2003"www.elections.in। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  9. "Nagendra Jamatia, former minister and TNV peace accord initiator, passes away"World News Network। ২১ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯