নগমা, তবলায় একটি নির্দিষ্ট তালের উপর ভিক্তি করে তবলা বাদক তার কায়দা ও ঠেকা একটি নির্দিষ্ট রাগ কিংবা একটি নির্দিষ্ট মিউজিক এর ওপর তালে তাল রেখে ওই তালের লোহরা পেশ করেন, তবলার ভাষায় ওই নির্দিষ্ট তালের নির্দিষ্ট মিউজিক বা শুরকে নাগমা বলা হয়। নগমা সাধারণত হারমোনিয়ামে বাজানো হয়।

যেমন তৃতালের লহরা বাজাতে হলে রাগ "চন্দ্রকোষ" হারমোনিয়ামে বাজাতে হবে।

তথ্যসূত্র সম্পাদনা