নওদাবাস শলবন হল লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা গোতামারী ইউনিয়নের একটি শালবন। কয়েক শত বছরের পুরনো শালবন এটি।

নওদাবাস শলবন
অবস্থানহাতীবান্ধা, লালমনিরহাট
নিকটবর্তী শহরহাতীবান্ধা
আয়তন(৮৩ হেক্টর), ৮২ একর

ইতিহাস সম্পাদনা

প্রায় ২০০ বছর পূর্বে এই বনটি প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ৮৩ হেক্টর জমির উপর এই বন অবস্থিত। কয়েক শ' বছরের পুরনো শালবনটির অবস্থান। শালবনের জমির পরিমাণ ৮২ একর। [১]

অবস্থান সম্পাদনা

লালমনিরহাট জেলা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে শালবনটির অবস্থান। হাতীবান্ধা উপজেলা শহর হইতে পূর্ব দিকে ৬ কিলোমিটার দুরে বাগানটি অবস্থিত।[২][৩]

উদ্ভিদ সম্পাদনা

এ বনের পাশে ব্যক্তিমালিকানাধীন দু'টি জোত রয়েছে। বাংলাদেশ বন বিভাগের বিট কর্মকর্তার তত্ত্বাবধানে শালবনটি রয়েছে। শালবনটিতে পুরনো শালগাছ, সৃজন করা বেতবনে বনটিয়া। এছাড়াও বনে রয়েছে নানা প্রজাতির পাখি।  বন্যপ্রাণীর মধ্যে রয়েছে শিয়াল, বনবিড়াল, বেজি, গুইসাপ ইত্যাদি।  শীত মৌসুমে বনে নানা প্রজাতির অতিথি পাখির সমাগম ঘটে।  শালবনটিতে সারাবছর বেত, ফুটকিসহ নানা জাতের বনফুল ফোটে।[৪][৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নওদাবাস ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৩ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ ১১ ২০২৩  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "শালবনের সৌন্দর্যে মেতেছেন দর্শনার্থীরা"বার্তা ২৪. ডটকম। ১৩ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ ০১ ২০২৪  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "শালবনে শীতল ছায়া"প্রতিদিনের সংবাদ। ৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ০৯ ০৬ ২০১৯  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "হাতিবান্ধা শালবন হতে পারে দর্শনীয় পর্যটন স্থান"এসএনএন ডট কম। ৯ ফেব্রয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ০৯ ০২ ২০১৯  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  5. "শালবনে একদিন"দৈনিক প্রথম আলো। ২১ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২১ ০৯ ২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)