ধারা ইউনিয়ন

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার একটি ইউনিয়ন

ধারা ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার একটি ইউনিয়ন।[১]

ধারা
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাহালুয়াঘাট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

আয়তন সম্পাদনা

ধারা ইউনিয়নের আয়তন ৮,৮৪৮ একর (৩৫.৮১ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধারা ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৪,১২১ জন। এর মধ্যে পুরুষ ১৭,২৬৫ জন এবং মহিলা ১৬,৮৫৬ জন। মোট পরিবার ৬,৮১০টি।

অবস্থান ও সীমানা সম্পাদনা

হালুয়াঘাট উপজেলার দক্ষিণাংশে ধারা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হালুয়াঘাট ইউনিয়ন, জুগলি ইউনিয়ন, পশ্চিমে ধুরাইল ইউনিয়ন, দক্ষিণে আমতৈল ইউনিয়ন ও কৈচাপুর ইউনিয়ন এবং পূর্বে স্বদেশী ইউনিয়ননড়াইল ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

ধারা ইউনিয়ন হালুয়াঘাট উপজেলার আওতাধীন ০৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হালুয়াঘাট থানার আওতাধীন। বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি জাতীয় সংসদের ১৪৬নং আসন। । এটি ৫টি মৌজায় বিভক্ত।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধারা ইউনিয়নের সাক্ষরতার হার ৪০.৮%।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

টিকুরিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় নুরূল হূদা কওমি মহিলা মাদরাসা। এছাড়াও এই ইউনিয়নে এখন বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

পাকা রাস্তা ১০ কি: মি, কাঁচা রাস্তা ৩০ কি: মি:। প্রধান যোগাযোগ ব্যবস্থা অটো রিক্সা, সিএনজি চালিত যানবাহন। এছাড়াও বাস চলাচল করে।

খাল ও নদী সম্পাদনা

  • কংশ(মৃত)

হাট-বাজার সম্পাদনা

ধারা বাজার হচ্ছে এই ইউনিয়ন এর প্রধান হাট এবং আশেপাশের ইউনিয়নের লোকজন এই বাজারে কেনা বেচা করতে আসে। এই বাজারে একটি বিশাল পশুর হাট রয়েছে।

জনপ্রতিনিধি সম্পাদনা

  • তোফায়েল আহমেদ বিপ্লব-বর্তমান চেয়ারম্যান

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ধারা ইউনিয়ন"dharaup.mymensingh.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৬