ধর্মপুর ইউনিয়ন, সাতকানিয়া

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন

ধর্মপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

ধর্মপুর
ইউনিয়ন
১২নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ
ধর্মপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ধর্মপুর
ধর্মপুর
ধর্মপুর বাংলাদেশ-এ অবস্থিত
ধর্মপুর
ধর্মপুর
বাংলাদেশে ধর্মপুর ইউনিয়ন, সাতকানিয়ার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৮′২৯″ উত্তর ৯২°৫′৪৪″ পূর্ব / ২২.১৪১৩৯° উত্তর ৯২.০৯৫৫৬° পূর্ব / 22.14139; 92.09556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসাতকানিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যাননাছির উদ্দীন টিপু
আয়তন
 • মোট৬.৫৮ বর্গকিমি (২.৫৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১১,১৯১
 • জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৯.৭২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৮৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

ধর্মপুর ইউনিয়নের আয়তন ১৬২৬ একর (৬.৫৮ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ধর্মপুর ইউনিয়নের লোকসংখ্যা ১১,১৯১ জন। এর মধ্যে পুরুষ ৫,৮৬৬ জন এবং মহিলা ৫,৩২৫ জন।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

সাতকানিয়া উপজেলার উত্তর-পূর্বাংশে ধর্মপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে কালিয়াইশ ইউনিয়নকেঁওচিয়া ইউনিয়ন, দক্ষিণে কেঁওচিয়া ইউনিয়নবাজালিয়া ইউনিয়ন, পূর্বে সাঙ্গু নদীদোহাজারী পৌরসভা এবং উত্তরে সাঙ্গু নদীদোহাজারী পৌরসভা অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

প্রশাসনিক সুবিধার্থে ১৯৭৩ সালে ধর্মপুর ইউনিয়ন বাজালিয়া থেকে ভাগ হয়ে নতুন ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।[২]

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

ধর্মপুর ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আলমগীর
  • ধর্মপুর

[৩]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

ধর্মপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৭২%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৩]

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়

[৪]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মপুর আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মপুর কালগাজী সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মপুর মহুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৫]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

ধর্মপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক বাজালিয়া-দোহাজারী সড়ক ও কালিয়াইশ-ধর্মপুর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

ধর্মপুর ইউনিয়নে ১৫টি মসজিদ, ৪টি ঈদগাহ ও ১৭টি মন্দির রয়েছে।[৩]

খাল ও নদী সম্পাদনা

ধর্মপুর ইউনিয়নের উত্তর ও পূর্ব সীমান্ত দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া এ ইউনিয়নের অভ্যন্তরে প্রবাহিত হচ্ছে গড়ল খাল এবং উট্ট্যার খাল।[৬]

হাট-বাজার সম্পাদনা

ধর্মপুর ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল চক্রবর্তী হাট এবং বিশ্বাস হাট।[৭]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • ধর্মপুর ফকিরপাড়া দরবার শরীফ

[৮]

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: নাছির উদ্দীন টিপু[৯]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ ছিদ্দিক আহমদ চৌধুরী ১৯৬৫-১৯৭২
০২ মফজল আহমদ চৌধুরী ১৯৭২ (রিলিফ কমিটির চেয়ারম্যান)
০৩ ছিদ্দিক আহমদ চৌধুরী ১৯৭৩-১৯৮২
০৪ খুইল্যা মিয়া (ভারপ্রাপ্ত) ১৯৮২-১৯৮৩
০৫ ছিদ্দিক আহমদ চৌধুরী ১৯৮৩-১৯৮৭
০৬ আবদুল মোতালেব চৌধুরী (ভারপ্রাপ্ত) ১৯৮৭-১৯৯০
০৭ আবদুল লতিফ ১৯৯০-১৯৯১
০৮ ইউনুছ চৌধুরী ১৯৯২-১৯৯৭
০৯ মোহাম্মদ কুতুব উদ্দীন শাহ আলম ১৯৯৮-২০১১
১০ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ২০১১-২০২২
১১ নাছির উদ্দীন টিপু ২০২২-বর্তমান

[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "ধর্মপুর ইউনিয়নের ইতিহাস - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapur.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "এক নজরে ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapur.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "মাধ্যমিকবিদ্যালয় - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapur.chittagong.gov.bd 
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41120&union=21[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "খাল ও নদী - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapur.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "হাট বাজারের তালিকা - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapur.chittagong.gov.bd 
  8. "দর্শনীয়স্থান - ধর্মপুর ইউনিয়ন - ধর্মপুর ইউনিয়ন"dharmapur.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "সাতকানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা"। সিটিজ টাইমস। ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা