দ্য হ্যান্স ইন্ডিয়া

হ্যান্স ইন্ডিয়া হ'ল হায়দ্রাবাদ, তেলেঙ্গানা থেকে প্রকাশিত একটি ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা। ভারতের তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে এর উপস্থিতি রয়েছে।

দ্য হ্যান্স ইন্ডিয়া
৮ আগস্ট ২০১৬ দ্য হ্যান্স ইন্ডিয়ার প্রচ্ছদ
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকহায়দরাবাদ মিডিয়া হাউস লিমিটেড
প্রতিষ্ঠাকাল২০১১; ১৩ বছর আগে (2011)
রাজনৈতিক মতাদর্শমধ্যপন্থী
ভাষাইংরেজি
সদর দপ্তরহায়দরাবাদ
ভারত
প্রচলনতেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশ
ওয়েবসাইটwww.thehansindia.com
হায়দরাবাদ মিডিয়া হাউস অফিস

ইতিহাস সম্পাদনা

সংবাদপত্রটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি হায়দরাবাদ মিডিয়া হাউসের অন্তর্গত, এটি তেলুগু ভাষার নিউজ চ্যানেল এইচএমটিভির মালিক।

স্টাফ এবং কলামিস্ট সম্পাদনা

দৈনিকটির সম্পাদক হলেন ভি রামু শর্মা। কলাম লেখকদের মধ্যে কিছু শীর্ষস্থানীয় সাংবাদিক যেমন: মাধভূষি শ্রীধর, আইওয়াইআর কৃষ্ণ রাও, ডাঃ ভারত ঝুনঝুনওয়ালা, কৃষ্ণসাগর রাও, মোহন কান্দা, নীলোৎপল বসু, ডাঃ সুমন কুমার কস্তুরি, প্রফেসর ভিয়ান্না রাও, ডাঃ পদ্মজা শ, এবং পল্লবী ঘোষ রয়েছেন। [১][২][৩][৪]

প্রচলন সম্পাদনা

হ্যান্স ইন্ডিয়া একটি ইংরেজি দৈনিক পত্রিকা যা ভারতের তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের অন্যতম প্রচারিত ইংরেজি সংবাদপত্র। ২০১৩-২০১৪-এর একটি পাঠক সমীক্ষায় দেখা গেছে, তেলেঙ্গানা রাজ্যের ইংরেজি দৈনিকগুলির মধ্যে এটি ৪ নম্বর শীর্ষস্থানে রয়েছে, এপি-র মতে এর পাঠক সংখ্যা ১৫০,০০০।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Draft National Encryption Policy"The Hans India। ২২ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৫ 
  2. "Concerns of Indian Muslims"The Hans India। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৫ 
  3. "Excluding Minorities there will be no real development"The Hans India। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৫ 
  4. "Road Safety-Causes of Road Accidents"The Hans India। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা