ল্য ফ্লোভ

জঁ রনোয়ার পরিচালিত চলচ্চিত্র
(দ্য রিভার (১৯৫১ চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)

ল্য ফ্লোভ (ইংরেজিতে The River নামে মুক্তি পেয়েছিল) ১৯৫১ সালের জঁ রনোয়ার পরিচালিত একটি ফরাসি নাট্যধর্মী নোয়া চলচ্চিত্র। রুমার গোডেনের দ্য রিভার উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন রনোয়ার ও গোডেন। চলচ্চিত্রটি প্রযোজনা করেন কেনেথ ম্যাকএলডাউনি ও রনোয়ার। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন এসমন্ড নাইট, নোরা সুইনবার্ন, ও আর্থার শিল্ডস।

ল্য ফ্লোভ
চলচ্চিত্রের পোস্টার
La Fleuve
পরিচালকজঁ রনোয়ার
প্রযোজককেনেথ ম্যাকএলডাউনি
জঁ রনোয়ার
রচয়িতারুমার গোডেন (উপন্যাস)
জঁ রনোয়ার
শ্রেষ্ঠাংশে
  • নোরা সুইনবার্ন
  • এসমন্ড নাইট
  • আর্থার শিল্ডস
  • সুপ্রভা মুখোপাধ্যায়
  • রাধা বার্নিয়ার
বর্ণনাকারীজুন হিলম্যান
সুরকারএম. এ. পার্থ সারথি
চিত্রগ্রাহকক্লোদ রনোয়ার
সম্পাদকগেয়র্গ গেল
প্রযোজনা
কোম্পানি
অরিয়েন্টাল ইন্টারন্যাশনাল ফিল্মস
পরিবেশকইউনাইটেড আর্টিস্ট্‌স
মুক্তি
  • ১০ সেপ্টেম্বর ১৯৫১ (1951-09-10)
স্থিতিকাল৯৯ মিনিট
দেশ
  • ফ্রান্স
  • ভারত
  • মার্কিন যুক্তরাষ্ট্র
ভাষা
  • ফরাসি
  • ইংরেজি
  • বাংলা
আয়$১ মিলিয়ন (মার্কিন যুক্তরাষ্ট্র)[১]

চলচ্চিত্রটির চিত্রায়ন হয়েছিলে ভারতেভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এটি একটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে। এছাড়া চলচ্চিত্রটি প্রায়ই সর্বকালের সেরা চলচ্চিত্রের একটি হিসেবে বিবেচিত হয়।

কুশীলব সম্পাদনা

  • নোরা সুইনবার্ন - মা
  • এসমন্ড নাইট - বাবা
  • আর্থার শিল্ডস - জন
  • সুপ্রভা মুখোপাধ্যায় - নান
  • টমাস ই. ব্রিন - ক্যাপ্টেন জন
  • রাধা বার্নিয়ার - মেলানি
  • প্যাট্রিশিয়া ওয়াল্টার্স - হ্যারিয়েট
  • অ্যাড্রিয়ান করি - ভ্যালেরি
  • জুন হিলম্যান - বর্ণনাকারী

তথ্যসূত্র সম্পাদনা

  1. 'Top Box-Office Hits of 1952', ভ্যারাইটি, ৭ জানুয়ারি ১৯৫৩।

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:জঁ রনোয়ার