দ্য ফায়ারম্যান (১৯১৬-এর চলচ্চিত্র)

চার্লি চ্যাপলিন এর পরিচালিত ১৯১৬ সালের চলচ্চিত্র

দ্য ফায়ারম্যান (ইংরেজি: The Fireman) হল চার্লি চ্যাপলিন পরিচালিত ১৯১৬ সালের মার্কিন হাস্যরসাত্মক নির্বাক চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা ও পরিবেশনা করে মিউচুয়াল ফিল্ম। ছবিতে ফায়ারম্যান ভূমিকায় অভিনয় করেন চ্যাপলিন, এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেন এডনা পারভায়েন্স, লয়েড বেকনএরিক ক্যাম্পবেল[১]

দ্য ফায়ারম্যান
পরিচালকচার্লি চ্যাপলিন
এডওয়ার্ড ব্রেওয়ার (প্রযুক্তিগত)
প্রযোজকহেনরি পি. কলফিল্ড
চিত্রনাট্যকার
  • চার্লি চ্যাপলিন
  • ভিনসেন্ট ব্রায়ান
  • মাভেরিক টেরেল
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহকউইলিয়াম সি. ফস্টার
রোল্যান্ড টথেরোহ
সম্পাদকচার্লি চ্যাপলিন
পরিবেশকমিউচুয়াল ফিল্ম কর্পোরেশন
মুক্তি১৬ জুন ১৯১৬ (1916-06-16)
স্থিতিকাল৩২ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষানির্বাক
ইংরেজি (আন্তঃভাষ্য)

কুশীলব সম্পাদনা

দ্য ফায়ারম্যান চলচ্চিত্র

সবাক সংস্করণ সম্পাদনা

১৯৩২ সালে ভ্যান বিউরেন স্টুডিওজের অ্যামেডি ভ্যান বিউরেন প্রতিটি ১০,০০০ মার্কিন ডলারের বিনিময়ে চ্যাপলিন পরিচালিত মিউচুয়াল ফিল্মের হাস্যরসাত্মক চলচ্চিত্রগুলো কিনে নেয়, এবং জিনি রোডমিচ ও উইনস্টন শার্পলস সেগুলোতে সুরারোপিত সঙ্গীত যোগ করেন, সাউন্ড ইফেক্টস যোগ করেন এবং আরকেও রেডিও পিকচার্সের মাধ্যমে তা পুনঃমুক্তি দেন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Simon Louvish (2009) Chaplin: The Tramp's Odyssey. London, Faber and Faber: 105

বহিঃসংযোগ সম্পাদনা