দ্য থিঙ্কার:পোর্ট্রেট অফ লুইস এন. কেনটন

দ্য থিঙ্কার:পোর্ট্রেট অফ লুইস এন. কেনটন হল টমাস ইয়াকিনস অঙ্কিত একটি তৈলচিত্র। এটি অঙ্কিত হয় ১৯০০ সালে। ছবিটি ইয়াকিনসের শ্যালক লুইস এন. কেনটনের (১৮৬৫-১৯৪৭) প্রতিকৃতি। এটিকে বলা হয় "ইয়াকিনসের অন্যতম স্মরণীয় পোর্ট্রেট"।[১] ইয়াকিনস তাঁর শেষ জীবনে যে একগুচ্ছ লাইফ-সাইজ দণ্ডায়মান পুরুষের পোর্ট্রেট আঁকেন এটি তার মধ্যে একটি।[১]

দ্য থিঙ্কার:পোর্ট্রেট অফ লুইস এন. কেনটন
(The Thinker: Portrait of Louis N. Kenton)
শিল্পীটমাস ইয়াকিনস
বছর১৯০০
ধরনক্যানভাস তৈলচিত্র
অবস্থানমেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট, নিউ ইয়র্ক সিটি
দ্য থিঙ্কার ছবির একটি পাঠ (১৯০০), ফার্নসওয়ার্থ আর্ট মিউজিয়াম, রকল্যান্ড, মাইনে।

পাদটীকা সম্পাদনা

  1. Wilmerding 1993, p. 148

তথ্যসূত্র সম্পাদনা