দ্য জাপানিজ ওয়াইফ (হরিপ্রভা তাকেদা)

দ্য জাপানিজ ওয়াইফ প্রথম জাপান ভ্রমণকারী বাঙ্গালী নারী হরিপ্রভা তাকেদাকে নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র। এটি ২০১২ সালে প্রদর্শনের জন্য অবমুক্ত করা হয়। জাপান ফাউন্ডেশনের সহায়তায় এটি নির্মাণ করা হয়েছে। এটি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ১৯১২ সালে হরপ্রভার জাপান গমনের শতবর্ষ উদযানক্রমে এই চলচ্চিত্র তৈরীর উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ১৯১২-১৩ সালে জাপান ভ্রমণের ভিত্তি করে হরপ্রভা একটি ভ্রমণকাহিনী রচনা করেন। ১৯১৫ সালে এই ভ্রমণ কাহিনী বঙ্গমহিলার জাপান যাত্রা নামে প্রকাশিত হয়। এই গ্রন্থের ভিত্তিতে “দ্য জাপানিজ ওয়াইফ” এর চিত্রনাট্য রচনা করা হয়েছে॥[১]

দ্য জাপানিজ ওয়াইফ প্রথম জাপান ভ্রমণকারী বাঙ্গালী নারী হরিপ্রভা তাকেদাকে নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র। এটি ২০১২ সালে প্রদর্শনের জন্য অবমুক্ত করা হয়। জাপান ফাউন্ডেশনের সহায়তায় এটি নির্মাণ করা হয়েছে। এটি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ১৯১২ সালে হরপ্রভার জাপান গমনের শতবর্ষ উদযানক্রমে এই চলচ্চিত্র তৈরীর উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ১৯১২-১৩ সালে জাপান ভ্রমণের ভিত্তি করে হরপ্রভা একটি ভ্রমণকাহিনী রচনা করেন। ১৯১৫ সালে এই ভ্রমণ কাহিনী বঙ্গমহিলার জাপান যাত্রা নামে প্রকাশিত হয়। এই গ্রন্থের ভিত্তিতে “দ্য জাপানিজ ওয়াইফ” এর চিত্রনাট্য রচনা করা হয়েছে॥[১]

পটভূমি সম্পাদনা

হরিপ্রভা তাকেদা ১৮৯০ সালে তিনি জন্মগ্রহণ করেন ঢাকার জেলার খিলগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন। হরিপ্রভার বাবা শশীভূষণ মল্লিক ছিলেন ঢাকার নববিধান ব্রাহ্মসমাজের সক্রিয় কর্মী। ১৮৯২ সালে তিনি ঢাকায় নিরাশ্রয় মহিলা ও শিশুদের পুনর্বাসনের উদ্দেশ্যে “মাতৃনিকেতন” নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। হরিপ্রভার মা নগেন্দ্রবালা মাতৃনিকেতনের দেখাশুনো করতেন। হরিপ্রভা ছোট থেকেই “মাতৃনিকেতনের” সাথে যুক্ত ছিলেন। আশ্রমে কাজ করার সুবাদে তার পরিচয় হয় জাপানি যুবক ওয়েমন তাকেদার সঙ্গে। ওয়েমন তখন ঢাকার বুলবুল সোপ ফ্যাক্টরিতে প্রধান কারিগর ছিলেন। তাদের পরিচয় ক্রমে প্রণয়ে পরিণত হয়। ১৯০৭ সালে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর ওয়েমন তার স্ত্রী হরপ্রভাকে নিয়ে ১৯১২ সালে জাপান গমন করেন ও কয়েক মাস পর ১৯১৩ সালে পূর্ববঙ্গের ঢাকায় প্রত্যাবর্তন করেন। এই জাপান ভ্রমণের ভিত্তি করে হরপ্রভা একটি ভ্রমণকাহিনী রচনা করেন। ১৯১৫ সালে তার ভ্রমণ কাহিনী বঙ্গমহিলার জাপান যাত্রা ঢাকা থেকে প্রকাশিত হয়।[২]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "যেভাবে তৈরী হলো হরপ্রভা তাকেদার প্রামাণ্য চিত্র"। ১৬ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২১ 
  2. "হরিপ্রভা তাকেদাকে খুঁজে পাওয়া"। ১৬ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২১