দ্য কেমব্রিজ হিস্ট্রি অফ আফ্রিকা

দ্য কেমব্রিজ হিস্ট্রি অফ আফ্রিকা হল আট খণ্ডে প্রকাশিত আফ্রিকার ইতিহাস-সংক্রান্ত একটি সচিত্র গ্রন্থ। ১৯৭৫ থেকে ১৯৮৬ সালের মধ্যে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে বইটি প্রকাশিত হয়।[১] বইটির প্রত্যেকটি খণ্ড ভিন্ন ভিন্ন লেখকের দ্বারা সম্পাদিত এবং সমগ্র গ্রন্থটির সাধারণ সম্পাদকেরা হলেন জন ডনালি ফেজরোল্যান্ড অলিভার। ২০০৮ সালের মার্চ মাসে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে বইটির ই-বই সংস্করণ প্রকাশিত হয়।

দ্য কেমব্রিজ হিস্ট্রি অফ আফ্রিকা
প্রথম খণ্ডের (ফ্রম দি আর্লিয়েস্ট টাইমস টি সিরকা ৫০০ বি.সি.) প্রচ্ছদ
সম্পাদকs
দেশইংল্যান্ড
ভাষাইংরেজি
বিষয়আফ্রিকার ইতিহাস
প্রকাশিত১৯৭৫-৮৬ (কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস)
মিডিয়া ধরন
  • মুদ্রণ (১৯৭৫-৮৬)
  • ডিজিটাল (মার্চ ২০০৮)
ওসিএলসি৩০৩৪৭৩০

গ্রন্থাবলি সম্পাদনা

  1. ক্লার্ক, জে. ডেসমন্ড, সম্পাদক (১৯৮২)। দ্য কেমব্রিজ হিস্ট্রি আফ্রিকা, ১ম খণ্ড: ফ্রম দি আর্লিয়েস্ট টাইমস টু সিরকা ৫০০ বি.সি.আইএসবিএন 978-0-521-22215-0ওসিএলসি 885618126 
  2. ডনালি ফেজ, জন, সম্পাদক (১৯৭৯)। দ্য কেমব্রিজ হিস্ট্রি আফ্রিকা, ২য় খণ্ড: ফ্রম সিরকা ৫০০ বি.সি. টু এ.ডি. ১০৫০আইএসবিএন 978-0-521-21592-3ওসিএলসি 59023418 
  3. অলিভার, রোল্যান্ড, সম্পাদক (১৯৭৭)। দ্য কেমব্রিজ হিস্ট্রি আফ্রিকা, ৩য় খণ্ড: ফ্রম সিরকা ৫০০ এ.ডি. টু সিরকা ১৬০০আইএসবিএন 978-0-521-20981-6ওসিএলসি 59023418 
  4. Gray, Richard, সম্পাদক (১৯৭৫)। দ্য কেমব্রিজ হিস্ট্রি আফ্রিকা, ৪র্থ খণ্ড: ফ্রম সিরকা ১৬০০ টু সিরকা টু ১৭৯০আইএসবিএন 978-0-521-20413-2ওসিএলসি 222963183 
  5. ফ্লিন্ট, জন ই., সম্পাদক (১৯৭৭)। দ্য কেমব্রিজ হিস্ট্রি আফ্রিকা, ৫ম খণ্ড: ফ্রম সিরকা ১৭৯০ টু সিরকার ১৮৭০আইএসবিএন 978-1-139-05459-1ওসিএলসি 837973030 
  6. অলিভার, রোল্যান্ড; স্যান্ডারসন, জি. এন., সম্পাদকগণ (১৯৮৫)। দ্য কেমব্রিজ হিস্ট্রি আফ্রিকা, ৬ষ্ঠ খণ্ড: ফ্রম সিরকা ১৮৭০ টু সিরকার ১৯০৫আইএসবিএন 978-0-521-22803-9ওসিএলসি 59237801 
  7. রবার্টস, এ. ডি., সম্পাদক (১৯৮৬)। দ্য কেমব্রিজ হিস্ট্রি আফ্রিকা, ৭ম খণ্ড: ফ্রম সিরকা ১৯০৫ টু সিরকার ১৯৪০আইএসবিএন 978-0-521-22505-2ওসিএলসি 875518780 
  8. ক্রাউডার, মাইকেল, সম্পাদক (১৯৮৪)। দ্য কেমব্রিজ হিস্ট্রি আফ্রিকা, ৮ম খণ্ড: ফ্রম সিরকা ১৯৪০ টু সিরকার ১৯৭৫আইএসবিএন 978-0-521-22409-3ওসিএলসি 12309947 

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. The Cambridge History of Africa. Cambridge Histories Online, Cambridge University Press. Retrieved 11 March 2016.