দ্য আলাস্কা স্পটলাইট

দ্য আলাস্কা স্পটলাইট ১৯৫২ সালে আলাস্কার বর্তমান ভুখন্ড হতে প্রকাশিত প্রথম আফ্রিকান আমেরিকান সংবাদপত্র ছিল।[১] এটির প্রকাশনা যখন শুরু হয়েছিল আলাস্কা তখনো একটি রাজ্য ছিল না।[২] বরং 'টেরিটরি অব আলাস্কা' (১৯১২-১৯৫৯) নামে পরিচিত ছিল।[২] অ্যাংকারিজ হতে জর্জ সি. অ্যান্ডারসনের একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে পত্রিকাটির প্রকাশনা শুরু করেছিলেন।[১] ১৯৬০-এর দশক পর্যন্ত প্রকাশের পর এটি বন্ধ হয়ে যায়।[৩]

আলাস্কার প্রথম আফ্রিকান-আমেরিকান সংবাদপত্র, দ্য আলাস্কা স্পটলাইটের প্রথম পাতা, ১৯৫৬।

এড ওয়েসলি'র মতে, "জর্জ সি. অ্যান্ডারসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অ্যাঙ্করেজ ডেইলি নিউজের জন্য লিনোটাইপ অপারেটর হিসাবে কাজ করতে এসেছিলেন।" ১৯৫২ সালে, তিনি আলাস্কা স্পটলাইট প্রতিষ্ঠা করেন। [৩] অ্যান্ডারসন পরবর্তীতে দ্য মিডনাইট সান রিপোর্টার (১৯৬২-১৯৬৬) নামে আরেকটি সংবাদপত্র শুরু করেছিলেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "About The Alaska spotlight. [online resource] (Anchorage, Alaska) 1952-19??"Chronicling America। Library of Congress। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৭ 
  2. স্মিথ ২০১২
  3. ওয়েসলি ২০২০

গ্রন্থপঞ্জি সম্পাদনা